আজ রবিবার, রেজাল্ট OUT এর দিন: সারা দেশ তাকিয়ে ভবানীপুরের দিকে

0
25

কলকাতা: বাংলা তো বটেই আজ সারা দেশের নজরে ভবানীপুর৷ কারণ, প্রার্থী যে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়৷ স্বভাবতই, সকাল থেকে হটস্পট ভবানীপুরের দিকেই তাকিয়ে সারা বিশ্বের তামাম রাজনীতিকরা৷ অন্যভাবে বলতে গেলে, আজ রবিবার৷ আজ রেজাল্ট আউটের দিন৷ আগামী সাড়ে চার বছর কাকে নিজেদের ‘গার্জেন’ হিসেবে মান্যতা দিলেন ভবানীপুরের মানুষ, আর কিছুক্ষণ পরেই সেটা স্পষ্ট হয়ে যাবে৷

আরও পড়ুন: ভোট মিটতেই শুরু অঙ্ক কষা, কে হবেন ভবানীপুরের বিধায়ক

- Advertisement -

প্রসঙ্গত, একুশের ভোট প্রচারে গিয়ে আচমকায় নন্দীগ্রাম থেকে ভোট লড়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী৷ নিজের চেনা মাঠ ভবানীপুরের পাশেই বসিয়েছিলেন নন্দীগ্রামকে৷ আখ্যা দিয়েছিলেন, ‘দুই বোন’ বলে৷ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন: কথা রাখেনি নন্দীগ্রাম৷ কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী অল্প ভোটের ব্যবধানে ‘হারে’র তকমা পেতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ ভবানীপুর কি দিদির পাশে থাকবে? ভোট ঘোষণা হওয়া ইস্তক প্রায় এক মাস ধরে এই নিয়েই হয়েছে চুলচেরা বিশ্লেষণ৷ ইতিমধ্যে ভোট পুজোয় নিজেদের রায় বোতাম টিপে মেশিন বন্দিও করেছেন গণদেবতারা৷ আজ সেই মাহেন্দ্রক্ষণ৷ জানা যাবে, দিদির পাশে ভবানীপুর সত্যি আছে কি না৷

রজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আদতে উপ নির্বাচনে ফল শাসকের পক্ষেই যায়৷ এটাই বরাবরের ট্রেণ্ড৷ কিন্তু প্রার্থী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়৷ স্বভাবতই, এটা শুধু লড়াই নয়, শাসকের প্রেস্টিজ ফাইটও বটে৷ তাঁদের মতে, অল্প ব্যবধানে জয় এলে আদতে বিরোধী শিবির উৎসাহের রসদ পেয়ে যাবেন৷ বিষয়টিকে নিজেদের ‘নৈতিক জয়’ হিসেবে দেখাতে হেরেও বিজয়োৎসবে মাততে পারে তাঁরা৷ অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অতীতের রেকর্ড ছাপিয়ে গেলে বিরোধী শিবিরের মুখ আর চুপসে যেতে বাধ্য৷

শুধু তাই-ই নয়৷ এই মুহূর্তে বাংলা ছাড়িয়ে ক্রমেই জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন তৃণমূল নেত্রী৷ একুশের ফল প্রকাশের পরই সদর্পে জানিয়ে দিয়েছিলেন, ‘‘এবার টার্গেট, মিশন-২৪৷ দিল্লি দখল৷ দেশকে রক্ষার গুরু দায়িত্ব গ্রহণ করা৷’ সেই প্রসঙ্গ মনে করিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ফলাফল কিংবা জয়ের ব্যবধানের ওপরে আজ নিরসন হবে অনেক প্রশ্নের৷ আবার নতুন করে উঠে আসবে কিছু প্রশ্নও৷