আজ কি তবে বামেদের সিজিও অভিযানের মুখে পড়বেন অনুব্রত 

0
20
Anubrata Mandal
Anubrata Mandal

খাস খবর ডেস্ক : বর্ধমানের আইন অমান্যের মেজাজ থেকে শুক্রবারের কলেজ স্ট্রীটের বিপুল জমায়েত, সব মিলিয়ে বর্তমানে উজ্জীবিত বামেরা। ইতিমধ্যেই অনেক বাম (CPIM) নেতা বলতে শুরু করেছেন বর্ধমান, কলেজ স্ট্রীট তো ট্রেলার, আসল সিনেমা দেখান হবে আজ ৯ সেপ্টেম্বর, সিজিও কমপ্লেক্স অভিযানে। পুলিশের অনুমতি না মেলার ফলে এই অভিযানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ক্রমশ পারদ চড়ছে। কিন্তু এই উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে একটি ঘটনা। 

আরও পড়ুন : নেই পুলিশের অনুমতি, বামেদের সিজিও অভিযানে কি ঘটবে বর্ধমানের পুনরাবৃত্তি 

- Advertisement -

বিধাননগরে আজ যখন বামেরা সিজিও কমপ্লেক্স অভিযানে নামছে, তখন মঙ্গলকোটের খুনের চেষ্টা ও অশান্তির একটি মামলায় রায়দান করবে বিধাননগরের এমপি-এমএলএ আদালত এবং আদালতে উপস্থিত থাকতে সকল অভিযুক্তকে যাদের মধ্যে রয়েছেন অনুব্রত মণ্ডল। ইতিমধ্যে আসানসোল জেল থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনুব্রত মণ্ডল, সম্ভবত সকাল এগারোটার মধ্যে পৌঁছে যাবেন বিধাননগরের এমপি এমএলএ আদালতে।

ঘটনাচক্রে সিজিও কমপ্লেক্স থেকে ময়ূখ ভবনের এমপি-এমএলএ আদালতের দূরত্ব মেরেকেটে ২০০ থেকে ৩০০ মিটার, ফলে বামেদের (CPIM) অভিযানের মুখোমুখিও পড়ে যেতে পারেন অনুব্রত মণ্ডল, সেই ক্ষেত্রে অনুব্রত মণ্ডলকে ফেরার সময় অন্য পথ দিয়ে নিয়ে যাওয়া হতে পারে। আগে থেকেই বামেদের অভিযানে উত্তেজনা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছিল, অনুব্রতর আসার ঘটনায় সেই সম্ভাবনা আরও বৃদ্ধি পেল, মত ওয়াকিবহাল মহলের।