নেই পুলিশের অনুমতি, বামেদের সিজিও অভিযানে কি ঘটবে বর্ধমানের পুনরাবৃত্তি 

0
74
Left front

খাস খবর ডেস্ক : রাত পোহালেই রাজ্য বামফ্রন্টের (Left front) ডাকে সল্টলেকে সিবিআই-ইডি দফতর সিজিও কমপ্লেক্স অভিযান। তবে সিপিএমের পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়ে দেওয়া হয়েছে, বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কোনও অনুমতি দেওয়া হয়নি এই কর্মসূচী পালনের। 

আরও পড়ুন : মোদীর সঙ্গে আঁতাত করে রাজ্যে ৩৫৬ ধারা… বিস্ফোরক অভিযোগ বাম নেতা বিকাশরঞ্জনের

- Advertisement -

প্রাথমিকভাবে বামেদের (Left front) পক্ষ থেকে সিজিও কমপ্লেক্সের সামনের রাস্তায় সমাবেশ করার জন্য আবেদন করা হয়েছিল বিধাননগর পুলিশ কমিশনারেটকে, কিন্তু পুলিশের পক্ষ থেকে মঞ্জুর না হওয়ায় তার পিছনের রাস্তায় সমাবেশ করার জন্য আবেদন জানান হয় বামফ্রন্টের পক্ষ থেকে। ঘটনাচক্রে সেই আবেদনও মঞ্জুর করেনি বিধাননগর পুলিশ কমিশনারেট। এরফলে প্রশ্ন ওঠে অনুমতি ছাড়া কর্মসূচী কি পালন করবে কি বামেরা? বামফ্রন্টের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, শুক্রবার সিজিও কমপ্লেক্স অভিযান কর্মসূচী হবেই, এরপর কিছু হলে দায় পুলিশের। 

ইতিমধ্যে বামেদের সিজিও কমপ্লেক্স অভিযান আলাদা মাত্রা পেয়েছে দুটি কারণে, প্রথমত সিজিও কমপ্লেক্স অভিযানের দিনেই বিধাননগরের এমপি এমএলএ আদালতে আসবেন অনুব্রত মণ্ডল। দ্বিতীয়ত ৩১ অগাস্টের বর্ধমানের ঘটনা, বামেদের আইন অমান্যকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল হরেকৃষ্ণ কোঙার, বিনয় চৌধুরীদের শহরে। বাম কর্মী ও পুলিশের সংঘর্ষে দুই পক্ষের একাধিক মানুষ আহত হন, এমনকি বিশ্ববাংলার লোগো উপড়ে ফেলতে দেখা যায় বাম কর্মী সমর্থকদের। এই ঘটনায় আভাস রায় চৌধুরীর মতো শীর্ষ নেতা সহ একাধিক বাম কর্মী বর্তমানে জেল হেফাজতে বা পুলিশ হেফাজতে রয়েছেন। আগামীকাল কি তবে বিধাননগরে ঘটবে বর্ধমানের পুনরাবৃত্তি, এখন সেদিকেই কৌতূহল রাজনৈতিক মহলের।