রাজ্যপালের দিল্লি সফর ঘিরে তুঙ্গে জল্পনা

0
62

কলকাতা: আজ সকাল ১০টা ১৫ মিনিটের বিমানে তড়িঘড়ি কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তবে কি কারণে দিল্লি গেলেন এখনও পর্যন্ত স্পষ্ট নয়। স্বাভাবিকভাবেই জল্পনা তুঙ্গে৷

আরও পড়ুন: বাড়ছে বেআইনি অনুপ্রবেশ, হাওড়া থেকে গ্রেফতার বাংলাদেশি যুবক

- Advertisement -

কারণ, আগামী সপ্তাহেই দিল্লি সফরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তার আগেই রাজ্যপালের আচমকা দিল্লি সফর কেন তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, সম্প্রতি বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান পদে মুকুল রায়কে সম্পূর্ণ অনৈতিকভাবে বসানো হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি শিবির৷

আরও পড়ুন: সেতু ভেঙে ৩০ ফুট নিচের খালে ট্রাক, খোঁজ নেই চালক ও খালাসির

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কেরা এবিষয়ে কয়েকদিন আগেই রাজ্যপালের কাছে অভিযোগও জানিয়েছেন৷ তারওপর ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের একাধিক নেতা, মন্ত্রীর নাম কুখ্যাত দুষ্কৃতীর তালিকায় রেখে আদালতে রিপোর্ট জমা দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন৷ তারই জেরে পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্যপাল লোকসভার স্পিকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করতে পারেন বলেই মনে করছে ওই মহল৷

আরও পড়ুন: মুকুল সুবিধেবাদী, মমতা স্বৈরাচারী মুখ্যমন্ত্রী- কেন বললেন অনির্বাণ

অপর একটি অংশের মতে, রাজ্যপাল জগদীপ ধনকড়ের আমলে তাঁর প্রতিটি সফরই আগে থেকে জানানো হয় সংবাদমাধ্যমকে৷ এমনকি বহু ক্ষেত্রে সরাসরি রাজ্যপালকে টুইটও করে নিজের সফরসূচী জানাতে দেখা গিয়েছে৷ স্বাভাবিকভাবেই, রাজ্যপালের সফর এবং গোপনীয়তাকে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে৷ যদিও এবিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি রাজভবন থেকে৷