আপার প্রাইমারি ও টেটে প্রতি বছর নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

0
31

কলকাতা: স্কুল চাকরি প্রার্থীদের জন্য সুখবর৷ এখন থেকে প্রতিবছর এসএসসির মাধ্যমে হবে শিক্ষক নিয়োগ৷ শনিবাসরীয় দুপুরে এমনই বিস্ফোরক ঘোষণা করলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু৷ ব্রাত্য বলেন, ‘‘এখন থেকে প্রতি বছরই এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া জারি থাকবে৷’’

আরও পড়ুন: সমবায়ে বেনিয়ম, শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ রাজ্যের

- Advertisement -

সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পুজোর আগে সেপ্টেম্বর মাসেই রাজ্যে ৩২ হাজার শিক্ষক নিয়োগ হবে৷ তারপরই চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশ করে সংসদ৷ কিন্তু তালিকা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হন কয়েকজন৷ শিক্ষা দফতরের অভিযোগ, প্রতিবারই চাকরির বিজ্ঞপ্তি ঘোষণার পর বিভিন্ন মহল থেকে আদালতে মামলা করার ফলে নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে যাওয়ার জেরেই নিয়োগ প্রক্রিয়া থমকে যাচ্ছিল বারেবারে৷

আরও পড়ুন: শুভেন্দুর তুলোধনা করে বিজেপির ভাঙন আরও তীব্রতর করতে কৌশলী কুণাল

অবশেষে আদালতে নির্দেশে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের নম্বর সহ ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছে সংসদ৷ সংসদের ওই তালিকা দেখে সন্তুষ্টি প্রকাশ করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরাও৷ আদালতের তরফে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশও দেওয়া হয়েছে৷ শিক্ষামন্ত্রী বলেন, ‘‘বহু স্কুলে শিক্ষক নেই৷ ফলে এখন থেকে ফি বছরই আমরা নির্দিষ্ট পদ্ধতি মেনে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া জারি রাখব৷’’ স্বভাবতই খুশীর হাওয়া হবু শিক্ষক মহলে৷