আজ কড়া প্রহরায় ভোট গণনা, বিরাট বিজয়োৎসবের অপেক্ষায় তৃণমূল

0
27

কলকাতা: আজ সেই মাহেন্দ্রক্ষণ৷ আদতে রাজ্যের তিনটি কেন্দ্রের ভোট গণনা হলেও হটস্পট সেই ভবানীপুর৷ স্বভাবতই, ভোটের দিনের মতোই ভোট গণনার দিনেও নিশ্চিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে এখানে৷

অন্যদিকে, জয়ের ব্যবধান সম্পর্কে নিশ্চিত হতে না পারলেও দিদি বিরাট ব্যবধানে জিতছেন ধরে নিয়েই ভবানীপুর থেকে লালগড়, কলকাতা থেকে মফঃস্বল সর্বত্র বিজয়োৎসবের জন্য তৈরি হয়ে রয়েছেন নেতা, কর্মী, সমর্থকেরা৷ ফলে রবির প্রভাত সকাল থেকেই ফুটছে উত্তেজনরা মৌতাতে৷ যদিও কোভিড বিধি মেনে চলার কড়া হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী৷ কমিশনের তরফেও জানানো হয়েছে, কোনও ধরণের বিজয় মিছিল করা যাবে না৷

- Advertisement -

কমিশন সূত্রের খবর, মোট ২১ রাউন্ডে হবে ভোট গণনা৷ গড়ে তোলা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়৷ যেখানে গণনা হবে, তার এক্কেবারে সামনে থাকবে কেন্দ্রীয় বাহিনী৷ দ্বিতীয় ধাপে থাকবেন কলকাতা পুলিশের কর্তা ও কর্মীরা৷ এখান থেকেই সমগ্র ভোট গণনা কেন্দ্র থাকবে সিটিটিভির অধীনে৷ একেবারে সামনের ধাপে রাজ্য বা কলকাতা পুলিশের আরেকটি দল৷ রির্টানিং অফিসার ও পর্যবেক্ষক ছাড়া অন্য কেউ পারবেন না মোবাইল ফোন ব্যবহার করতে৷ প্রবেশ করার সময় নিজের কাছে রাখা যাবে শুধু মাত্র সাদা কাগজ ও পেন৷

ভোট গ্রহণের দিনের মতোই ভোট গণনার আগের রাত থেকেই কড়া নজরদারি লক্ষ্য করা গিয়েছে৷ চলছে নাকা চেকিং৷ সমগ্র এলাকাকে মুড়ে রাখা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা বেস্টনীতে৷ শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, ফলাফলকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি রুখতে বিশেষ নজরদারির ব্যবস্থা করছে কলকাতা পুলিশও৷ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পূর্ণাঙ্গ ফল প্রকাশ হতে দুপুর গড়িয়ে যেতে পারে৷ তবে সকাল দশটার মধ্যেই ভবানীপুরের ট্রেণ্ড স্পষ্ট হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে৷

প্রসঙ্গত, দিদি জিতছেন ধরে নিয়েই ইতিমধ্যে কলকাতা সহ জেলায় জেলায় রবিবার অকাল হোলিতে মেতে ওঠার প্রস্তুতি নিয়ে ফেলেছেন তৃণমূল কর্মীরা৷ আচমকায় জেলায় জেলায় সবুজ আবিরের চাহিদা বৃদ্ধি পাওয়ার জেরেই এমন অনুমান করা হচ্ছে৷ তৃণমূলের দলীয় সূত্রের খবর, অফিসিয়ালি কর্মীদের বিজয়োৎসবে না করার জন্য পরামর্শ দেওয়া হলেও আদতে আবেগপ্রবণ কর্মীরা দিদির জয়ের সংবাদ শোনার পর কিছুটা উচ্ছ্বাস দেখাবেনই৷ তবে কোভিড বিধি মেনে সবটাই যেন হয়, সেদিকে জেলায় জেলায় নিদের্শ পৌঁছেছে নেতৃত্বদের কাছে৷