বেতন বাড়ানোর দাবিতে সল্টলেকে বিক্ষোভ অস্থায়ী বাস কর্মীদের

0
28

সল্টলেক: বেতন বাড়ানোর দাবিতে সল্টলেক বিক্ষোভে সরব হলেন অস্থায়ী বাস কর্মীদের। এদিন করুণাময়ী বাস ডিপোতে আন্দোলনের ডাক দেন তাঁরা। এদিন আন্দোলনের জেরে ব্যাহত হল বাস পরিষেবা।

আরও পড়ুন-PFI-ব্যানের ডাক দিল অল ইন্ডিয়া মুসলিম জামাত

- Advertisement -

সল্টলেক করুনাময়ী বাস ডিপোতে সকাল থেকে ডাবলু বি এস টি সি-র অস্থায়ী কর্মীদের কর্ম বিরতির ডাক দেয়। যার জেরে সকাল থেকেই বাস চলাচল ব্যাহত। যার জেরে সমস্যায় পড়েছে দূর দূরান্তে যাওয়া নিত্যযাত্রীরা।

https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

বাস চলাচল বন্ধ থাকায় তীব্র ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। এদিন কর্মীদের অভিযোগ, অবিলম্বে তাদের মাইনে বাড়াতে হবে এবং সঠিক সময়ে তাদের ডিউটি দিতে হবে। আর তাঁদের দাবি না মানা হলে, পরবর্তীতে তাঁরা বৃহতর আন্দোলনের ডাক দেবে।