তৃণমূলে যোগ দিলেন স্বামী বিবেকানন্দ, প্রশ্ন নেটিজেনদের

0
219

খাস ডেস্ক: ফের একবার তৃণমূল সরকারকে নিশানা করলেন বিজেপি নেতা অনুপম হাজরা। এবার একটি ছবি শেয়ার করলেন যেখানে দেখা যাচ্ছে স্বামী বিবেকানন্দের হাতে। এরপর থেকেই নেটিজেনদেরও প্রশ্ন শেষ পর্যন্ত স্বামী বিবেকানন্দও তৃণমূলে যোগ দিলেন।

আরও পড়ুন: বিপ্লব দেবের পদত্যাগ প্রসঙ্গ তুলে নাম না করে মমতাকে কটাক্ষ বিজেপি নেতার

- Advertisement -

এদিন অনুপম হাজরা টুইটে লেখেন, ‘ অবশেষে সব জল্পনার অবসান !!!
মমতা বন্দোপাধ্যায়ের “অনুপ্রেরণায়” তৃণমূলে যোগদান করলেন স্বামী বিবেকানন্দ !!! মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দকেও তাঁর দলে আনতে সফল হয়েছেন।’

আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরে তীর্থযাত্রীদের বাসে হামলার করতে জঙ্গিরা ব্যবহার করতে পারে স্টিকি বোমা

স্বামী বিবেকানন্দের হাতে তৃণমূলের পতাকা! এই ছবি নেটিজেনদের সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিরোধী দলের কর্মী সমর্থকরা নিন্দের ঝড় তুলে কটাক্ষ করছেন শাসক দলকে। উল্লেখ্য, এদিন অনুপম হাজরা আরও একটি টুইট করেছেন যেখানে তিনি বলেন, ‘কোনো কোনো মুখ্যমন্ত্রী ভোটে জিতেও দলের নির্দেশে পদত্যাগ করে… কেউ কেউ আবার ভোটে হেরেও মুখ্যমন্ত্রী হতে উপনির্বাচন লড়ে!!!’ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পদত্যাগ প্রসঙ্গ তুলে নাম না করেই বাংলার মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন বিজেপি নেতা।