বাম আমলের নিয়োগ তালিকার শ্বেতপত্রে ব্রাত্য বসুর নাম থাকবে তো: সুজন

0
126

খাস খবর ডেস্ক: নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। দলের মুখরক্ষায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তোপ দেগেছেন সাবেক বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে। ব্রাত্যর দাবি, বাম আমলে চিরকুটে চাকরি দেওয়া হত। এ বিষয়ে খুব শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন: টলিউডের অনেককেই পারিশ্রমিক দিয়েছেন, চাঞ্চল্যকর দাবি কুন্তলের

- Advertisement -

ব্রাত্য বসুর এহেন মন্তব্যের ভিত্তিতে প্রকাশ্যে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজনের প্রশ্ন, যদি সত্যিই কোনও শ্বেতপত্র প্রকাশ করতে পারেন ব্রাত্য, তবে সেখানে বর্তমান শিক্ষামন্ত্রীর নামও থাকবে তো? শুক্রবার সন্ধ্যায় একটি টুইট করেছেন প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন বিধায়ক। সেখানেই এই চাঞ্চল্যকর দাবি তাঁর।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

সুজন লেখেন, “জালি ডক্টরেট বহুবার চেষ্টা করেছেন। কোনো ফাইল বের করতে পারেননি। মুখ্যমন্ত্রীর নানাবিধ কমিশন, কোনো রিপোর্ট প্রকাশ করেননি।।” এরপরই সংযোজন, “নাটুকে শিক্ষামন্ত্রী চেগে উঠেছেন! বাম আমলের নিয়োগ তালিকার শ্বেতপত্র নাকি প্রকাশ করবেন।। ব্রাত্যবাবু’দেরও নাম থাকবে তো?” অর্থাৎ সুজন সরাসরি দাবি করছেন, বাম আমলে নিয়োগ দুর্নীতি হয়নি। পাশাপাশি তিনি প্রশ্ন তুলে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রীকে নিয়ে। এখনও পর্যন্ত শাসক দলের তরফে এর কোনও উত্তর দেওয়া হয়নি।