
অনন্যা ঘোষ, কলকাতা: শুক্রবার সন্ধ্যায় প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হল নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে। যেতে যেতে সাংবাদিকদের কাছে করে গেলেন এক চাঞ্চল্যকর মন্তব্য। কুন্তল জানালেন, টলিউডের অনেককেই টাকা দিয়েছেন তিনি।
আরও পড়ুন: টাকা ফেরত দেওয়ার পরেও ক্লিনচিট নয় বনিকে, ফের ডাকা হতে পারে অভিনেতাকে
সম্প্রতি কুন্তলের সঙ্গে জড়িয়েছে অভিনেতা বনি সেনগুপ্তের নাম। কুন্তলের থেকে টাকা নেওয়ার অভিযোগ তাঁর নামে। যে কারণে কুন্তলের থেকে নেওয়া ৪৪ লক্ষ টাকা বৃহস্পতিবার রাতেই ফিরিয়ে দেন অভিনেতা। সে প্রসঙ্গেই এদিন কুন্তলকে সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন করা হয়, “টলিউডে আর কাদের কাদের কাছে টাকা পাঠিয়েছিলেন?”
কুন্তলের সাফ জবাব, “আমার সংস্থা রয়েছে। যারা কাজ করতেন। প্রত্যেককেই পারিশ্রমিক দিয়েছি।” এছাড়াও এদিন আরও দুটি প্রশ্ন করা হয় তৃণমূল যুব নেতাকে। তার কাছে প্রশ্ন রাখা হয়, এই নিয়োগ দুর্নীতির সঙ্গে আর কে কে জড়িত। এই প্রশ্নের জবাবে কুন্তল বলেন, “নাম ইডি’র কাছে আসলে আপনারা ঠিকই সব জানতে পারবেন।” এছাড়াও আরো এক চাঞ্চল্যকর দাবি করেছেন কুন্তল।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হয়, “তাপস মণ্ডল ছাড়াও আর কেউ কি এই দুর্নীতির সঙ্গে যুক্ত? এর উত্তরে ফের অভিযোগের সুর শোনা গেল কুন্তলের গলায়। বলেন, “তাপস মণ্ডলের অফিসে আরও অনেকেই আছেন। আপনারা নাম খুঁজে বের করুন।”