সব্যসাচী দত্তের হাতে “আমরা সকলে” ক্লাবের শ্যামা পুজো উদ্বোধন

0
55
kali puja

কলকাতা: আলোর উৎসবে গা ভাসাতে চলেছেন আপামোর ভারতবাসী। রোশনাইয়ে ভোরে উঠেছে শহর কলকাতাও। রাত পোহালেই দীপাবলি। দুর্গাপুজোর মত কালীপুজোতেও (Kali Puja) মেতে উঠতে প্রস্তুত সকলেই। শনিবার সন্ধ্যেয় ধনতেরাসের দিন উদ্বোধন হল “আমরা সকলে” ক্লাবের শ্যামাপুজোর। এই বছর ৬৫ তম বর্ষে পদার্পণ করেছে “আমরা সকলে” ক্লাবের শ্যামাপুজো।

আরও পড়ুন- স্বস্তি এটিকে মোহনবাগান শিবিরে, চোট সারিয়ে অনুশীলনে ফিরলেন এই সুপারস্টার

- Advertisement -

সেই উপলক্ষ্যে ৪ দিন ব্যাপি আনন্দানুষ্ঠানের আয়োজন করেছে ক্লাব কমিটি। শনিবার বিধাননগর পুরোসভার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের হাতে পুজো মন্ডপের দ্বার উদ্ঘাটন করা হয়। পুজো মন্ডপ উদ্বোধনের পর সব্যসাচী দত্ত বলেন, “এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে ভীষণ ভালো লাগছে। দু-বছর করোনার জের কাটিয়ে মানুষ এই বছর ভরপুর আনন্দ করতে চলেছেন”।

এদিন ১০০ দিনের কর্মীদের হাতে শীতবস্ত্র তুলে দেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। শীতবস্ত্র দেওয়ার পর তিনি বলেন, “যেকোনো উৎসবে আমরা আনন্দ করি। কিন্তু এই সুবিধাবঞ্চিত মানুষদের হাতে উৎসবের দিনে শীতবস্ত্র তুলে দিতে পেরে ভালো লাগা কাজ করছে”। শনিবারের পুজো মন্ডপ উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত শ্রী বিজয়কৃষ্ণ সিংহারি মহাশয়। মন্ডপে পৌঁছে মায়ের আরতি করেন তিনি।

আরও পড়ুন- নিশ্চিন্তে উৎসব উদযাপন করুণ, আমরা সীমান্তে সতর্ক রয়েছি, দীপাবলির আবেগঘন শুভেচ্ছা ভারতীয় সেনার

শ্যামা পুজো (Kali Puja) উপলক্ষে ২২ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত চারদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে আমরা সকলে ক্লাব। জয়তী চক্রবর্তী, অর্পিতা দে এবং শ্যাম পলের মত সঙ্গীত শিল্পীরা এই মন্ডপে যোগদান করবেন। ঘূর্ণিঝড়ের খবর থাকলেও ঝড়বৃষ্টিকে উপেক্ষা করে দুর্গাপুজোর মত কালীপুজোতেও আনন্দে মেতে উঠবেন বলেই আশাবাদী ক্লাব কমিটি।