অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বিকশিত হতে চাইছে পদ্ম

0
157

জয়শ্রী গুড়ে, খাস খবর: একুশের বিধানসভায় বিজেপি বঙ্গে আশানুরূপ ফল না করলেও বিরোধী সংগঠন হিসেবে খুব শক্ত হাতে লড়াই করে চলেছে। তারা একেবারে অভিনব পন্থায় দাবার চাল চালছেন। এক একটি স্তরে কাজগুলি ভাগ করে এগিয়ে যাচ্ছে পদ্ম শিবির। এদিকে, দোরগড়ায় কড়া নাড়ছে উপনির্বাচন, তার আগেই দল পেল এক দক্ষ সংগঠক তথা বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সমস্ত স্তরের মানুষের দাবিগুলিকে সামনে রেখে বঙ্গে খেলতে চাইছে তারা।

গেরুয়া শিবিরের লক্ষ্য ২০২৪। তার আগে আমজনতার আবেগের পালস রেট ইতিমধ্যেই ধরতে চেষ্টা করছে তারা। শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া রয়েছে, যা রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়ে পূরণ করতে পারেনি বলে দাবি তাদের। এমনকি বাংলায় রাজনৈতিক মিটিং করতে গেলে বিরোধীরা প্রশাসনিক সহযোগিতা পান না। এবার কিস্তিতে বাজিমাত করতে বিরোধীরা মজদুর সেলকে কড়া হাতে দায়িত্ব দিল। যাতে সাধারণের স্বার্থ মেটাতে তারা সক্ষম হয়।

- Advertisement -

আরও পড়ুন: চলতি মাসের ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিল বামেরা

শুক্রবার মুরলীধর সেন লেনে বিজেপির পার্টি অফিসে মজদুর সেলের যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি মজদুর সেলের কেন্দ্রীয় সভাপতি অর্ণব চ্যাটার্জি। তাঁরই উপস্থিতিতে এদিন কবীর রানা জাতীয় নেতা নির্বাচিত হন। এছাড়া, রাজ্য কমিটির দায়িত্ব দেওয়া হয় জিৎ পাল, অভীক রায়। এর পাশাপাশি জেলা কমিটিতে যোগদান করেন সঞ্জীব কুমার হেলা সহ অন্যান্য কার্যকর্তারা।

শনিবারই তারা নবনিযুক্ত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন। সভাপতির সঙ্গে আলোচনা সারবেন ময়দানে নামার আগে কিভাবে নিজেদের ওয়ার্ম আপ করে ব্যাটিং করে একের পর এক ছক্কা হাঁকাবেন। যাতে যোগ্য প্রতিদ্বন্দ্বী হয়ে জয়ের শিরোপা ছিনিয়ে নিতে পারে সেদিকেই তাকিয়ে রয়েছে বিরোধী শিবির।