শুভেন্দু কি সত্যিই বীর, নারদ কাণ্ড সামনে রেখে বড় প্রশ্ন কুণাল ঘোষের

0
53
Kunal Ghosh

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে তোলপাড়া রাজ্য৷ ইতিমধ্যে গরাদের ভিতরে দিন কাটছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা দলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের৷ জেলে রয়েছেন মানিক ভট্টাচার্য সহ আরেও অনেকে৷ গরু পাচারের দায়ে তিহার জেলে অনুব্রত মণ্ডল৷ এমন আবহে নারদ দুর্নীতির প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কেন এখনই গ্রেফতার করা হবে না, সেই প্রশ্ন সামনে আনলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ৷

বস্তুত, শুভেন্দুকে গ্রেফতারির যে দাবি কুণাল সামনে এনেছেন, সেটি খোদ বিরোধী দলনেতার একটি ভিডিও ক্লিপিংস (ভিডিওর সত্যতা অবশ্য খাসখবর যাচাই করেনি)৷ সোশ্যাল সাইটে শেয়ার করা কুণালের সংশ্লিষ্ট ভিডিওয় বিরোধী দলনেতাকে বলতে শোনা যাচ্ছে, ‘‘আড়াই বছর ধরে সাঁতার কেটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমার বিরুদ্ধে। হাঁপিয়ে গিয়েছেন। আমাকে বিচারব্যবস্থা সুরক্ষা দিয়েছে। কারণ, মিথ্যে অভিযোগ উঠেছে। আমি তিন দশকেরও বেশি সময় ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্রনেতা হিসাবে ১৯৮৮-এ রাজনীতি শুরু করি। ১৯৯৫ সালে কাউন্সিলর নির্বাচিত হই। এই দীর্ঘ রাজনৈতিক জীবনে, আপনারা যা-ই বলুন না কেন, ওই নারদ স্টিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত কোনও অভিযোগ নেই।’’

- Advertisement -

এই ভিডিওকে সামনে রেখেই কুণালের প্রশ্ন, ‘‘নারদা ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ নেই।’ প্রমাণিত! নিজের মুখেই। তা হলে গ্রেফতার নয় কেন?’’ এই প্রসঙ্গেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়েও ফের প্রশ্ন তুলেছেন কুণাল৷ ‘‘সিবিআই কী করছে? এটা নিরপেক্ষতা? আর সারদা?’’ দাবি করেছেন, ‘‘সঠিক তদন্ত হলে শুভেন্দু এত বড় বড় কথা বলার সুযোগ পেত না!’’ গ্রেফতারি বাঁচাতেই শুভেন্দু বিজেপিতে নাম লিখিয়েছেন দাবি করে কুণালের প্রশ্ন, ‘‘সিবিআই ধরলে উড়ে যেত এই সব মেকি বীরত্ব।’’

বস্তুত, জন্মসূত্রে মেদিনীপুরের বাসিন্দা শুভেন্দু৷ স্বাধীনতা আন্দোলনে এই মেদিনীপুরের বীরেদের কথা কারও অজানা নয়৷ স্বভাবতই, স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান মেদিনীপুরের সঙ্গে নিজের বীরত্বকে জাহির করে থাকার প্রবণতা রয়েছে অনেকেরই৷ ঠিক সেখানেই এবার আঘাত হেনেছেন কুণাল৷ যদিও ‘জেল খাটা আসামী’ কুণালের এমন মন্তব্যের পাল্টা কোনও প্রতিক্রিয়া দেননি শুভেন্দু৷ তবে গোটা ঘটনাটিকে ঘিরে নতুন করে তোলপাড় রাজ্য রাজনীতি৷

আরও পড়ুন: ‘মামলার খরচ বহন করছেন, অনুব্রত কোন তুতো ভাই’ জানতে সিউড়ির আইসিকে দিল্লিতে তলব ইডির