Income Tax raid: তৃণমূল বিধায়কের বাড়ি-কারখানায় আয়কর হানা, তল্লাশি চালাল আধিকারিকরা

0
51
Income Tax raid

খাস ডেস্ক: তৃণমূল বিধায়ক তথা মেয়র পারিষদ আমির উদ্দিন ববির বাড়ি-কারখানায় হানা দিলেন আয়কর আধিকারিকরা। বুধবার বেশ অনেকক্ষণ ধরেই তল্লাশি চালান তাঁরা। বাড়ি-কারখানার পাশাপাশি এদিন প্রাক্তন মন্ত্রীর হোটেলেও হানা দিয়েছিলেন আয়কর আধিকারিকরা। বুধবার মুর্শিদাবাদের সামসেরগঞ্জে আনন্দ বিড়ি ও সুতির শিব বিড়ি ফ্যাক্টারিতে হানা আয়কর দফতর। যদিও এই হানা নিয়ে বিধায়কের কাছ থেকে কোনও রকমের প্রতিক্রিয়া মেলেনি।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

কলকাতার ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমির উদ্দিন। সূত্রের খবর, বুধবার দুপুর নাগাদ কলকাতার মৌলালিতে অবস্থিত বিধায়কের হোটেলে হানা দেয় আয়কর আধিকারিকরা। এরপর সেইখানেই বেশ কিছুক্ষণ ছিলেন আধিকারিকরা। এরপরে রিপন স্ট্রিটের হোটেলের নথিপত্রও খতিয়ে দেখেন তারা। হোটেলের বিদ্যুতের বিল বিধায়কের নামে রয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-Gangasagar: অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, সাগরে যাওয়ার পথে জখম পাঁচ তীর্থযাত্রী

অন্যদিকে, হোটেলের পাশাপাশি তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়ি-ফ্যাক্টরিতেও হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। প্রথমে বিএসএফ জওয়ানদের দিয়ে ফ্যাক্টরির চারদিক ঘিরে ফেলা হয়। সেখান থেকে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করেন আধিকারিকরা। এছাড়াও মুর্শিদাবাদের সামশেরগঞ্জের আনন্দ বিড়ি ফ্যাক্টরি, বিজলি বিড়ি ফ্যাক্টরিতে যাওয়ার পাশাপাশি সুতির বিধায়ক জাকিরের শিব বিড়ি ফ্যাক্টরিতেও হানা দেয় আয়কর আধিকারিকরা।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor