শুভেন্দুর কনভয়ে হামলা, রাজ্যের রিপোর্ট তলব হাই কোর্টের

0
56
suvendu adhikari

রূপক চট্টোপাধ্যায়, কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয় শেষ দু’মাসে তিন তিন’বার দুর্ঘটনার মুখে পড়েছে৷ ওই ঘটনাতেই দায়ের হওয়া জনস্বার্থ মামলায় রাজ্যকে রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ৷ আগামী ২১ নভেম্বরের মধ্যে রাজ্যকে এই বিষয়ে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছে বেঞ্চ৷ একই সঙ্গে জানাতে হবে, তিন তিন বার কনভয়ে ঘটা দুর্ঘটনায় আদতে ঠিক কি হয়েছিল?

প্রসঙ্গত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে গত ৫৩ দিনে ৩ বার দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করে আদালতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা৷ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে ছিল শুনানি। ওই মামলায় মামলাকারীর আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি দাবি করেন, ‘‘৫৩ দিনে ৩ বারের দুর্ঘটনা কোনওভাবেই স্বাভাবিক ঘটনা নয়৷’’ তাই অবিলম্বে সিবিআই তদন্তের দাবি জানান তিনি৷

- Advertisement -

এরপরই রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ‘‘এই সব জনস্বার্থ মামলা প্রচার সর্বস্ব৷’’ তিনি বিভিন্ন সংবাদপত্রের কাটিং তুলে ধরে বলেন, ‘‘যাদের গাড়িতে ধাক্কা লেগেছে, তারা কোনও মামলা করেননি৷ শুভেন্দুও (Suvendu Adhikari) অভিযোগ করেননি৷ শুধুমাত্র প্রচার করা ও রাজনৈতিক উদ্দেশ্যই অই মামলা করা হচ্ছে৷’’ এরপরই ২১ নভেম্বরের মধ্যে রাজ্যকে কনভয় দুর্ঘটনায় রিপোর্ জম দেওয়ার নির্দেশ দেন বিচারপতি৷ ওই দিনই রাজ্যের তরফ থেকে আদালতকে জানাতে হবে, শুভেন্দুর কনভয়ে হামলার ঘটনায় রাজ্য সিবিআই তদন্ত চায় কি না৷

আরও পড়ুন: মমতার ‘সমাজসেবী’ বৌদি কিভাবে কোটি টাকার মালিক, আদালতে জানালেন আইনজীবী

downloads: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor