কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটের কাজে যাবে না সরকারি কর্মচারীরা

হুঁশিয়ারি যৌথ সংগ্রামী মঞ্চের

0
31

খাস প্রতিবেদন: আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা না হলেও একেবারে দুয়ারে হাজির রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ভোট৷ যেকোনও দিন ভোটের কথা ঘোষণা করতে পারে রাজ্য নির্বাচন কমিশন৷ এমন আবহে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটের কাজে যাবেন না সরকারি কর্মচারীরা৷ বৃহস্পতিবার এমনই হুঁশিয়ারি সামনে এনেছেন সরকারি কর্মচারীদের সংগঠন, যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ৷

ভাস্করবাবুর সাফ কথা, ‘‘কেন্দ্রীয় বাহিনী না থাকলে পঞ্চায়েত ভোট নয়। কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটের কাজ করব না। মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করতে হবে৷’’ সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও সামনে না এলেও পুরো বিষয়টিকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে৷ যৌথ মঞ্চের এমন হুঁশিয়ারির নেপথ্যে বিজেপি-সিপিএণ-কংগ্রেসের হাত দেখছেন শাসকদলের নেতারা৷

- Advertisement -

বস্তুত, বকেয়া ডিএ-সহ স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে আন্দোলন চলছেই৷ এরই মাঝে মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের চোর ডাকাত সম্বোধন করেছেন। এই অভিযোগে বৃহস্পতিবার কর্মবিরতির ডাক দিয়েছিল সরকারি কর্মচারীদের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চ। আন্দোলনকারীদের মতে, এমন পরিস্থিতি তৈরি হত না, যদি রাজ্য সহযোগিতার হাত বাড়িয়ে দিত৷ রাজ্য সরকারকে আমরা আলোচনার প্রস্তাব দিয়েছিলাম। তারা কর্ণপাত করেনি। উল্টে মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের অপমান করেছেন৷ বস্তুত, ডিএ ইস্যুতে ইতিমধ্যে আন্দোলনকারীদের সঙ্গে সরকারকে আলোচনায় বসার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ এমন আবহে এদিন সন্ধ্যায় নয়া হুমকি সামনে আনল সরকারি কর্মচারীরা৷ জানিয়ে দিল, কেন্দ্রীয় বাহিনী ছাড়া তাঁরা ভোটের কাজে যাবেন না৷ হুঁশিয়ারি সত্যি হলে, পঞ্চায়েত ভোটের আগে শাসকের বিড়ম্বনা আরও বাড়বে বলেই মত ওয়াকিবহাল মহলের৷

আরও পড়ুন্: কুণাল ঘোষ অযোগ্য, কি দেখলেন দিলীপ ঘোষ