ভোটের ব্যথা: মিড ডে মিলে মুরগির মাংস, ফল দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের

0
86

কলকাতা: রাতারাতি রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে বৃদ্ধি পেতে পারে পড়ুয়া সংখ্যা৷ সৌজন্যে, মিড ডে মিল! এমনটাই মত ওয়াকিবহাল মহলের!

বস্তুত, মিড ডে মিল নিয়ে বারে বারে সামনে এসেছে হাজারও অভিযোগ৷ এমন আবহে পড়ুয়াদের স্বাস্থ্যের সুরক্ষার কথা ভেবে মিড ডে মিলেন বরাদ্দ থুড়ি প্রোটিনের পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর৷ সূত্রের খবর, ভাত-ডাল-তরকারির সঙ্গে এবার থেকে মিড ডে মিলে দেওয়া হবে মুরগির মাংস। সঙ্গে থাকবে ফলও! সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এমনই নির্দেশিকা সামনে এনেছে রাজ্য৷ যা দেখে নিন্দুকদের একাংশ শ্লেষের সুরে বলছেন, ‘‘ইস্, সারা বছরই যদি ভোট নামক ‘ললিপপ’ থাকতো!’’

- Advertisement -

নবান্ন সূত্রের খবর, মিড ডে মিলের নয়া খাদ্য তালিকা অনুযায়ী প্রতি সপ্তাহে ছাত্র পিছু অতিরিক্ত ২০ টাকা করে বরাদ্দ করা হয়েছে৷ মুরগির মাংস ও ফলের জন্য সাকুল্যে ৩৭২ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করেছে রাজ্য৷ ইতিমধ্যে রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসকদের সেকথা জানানোও হয়েছে৷ বস্তুত, এতদিন মিড ডে মিলেন মেনুতে বেশি করে দেখা যেত সওয়াবিন৷ বহু ক্ষেত্রে ডিম না দেওয়ার অভিযোগ উঠতো৷

এবার থেকে শুধু মাংস বা ফল নয়৷ মিড ডে মিলের মেনুতে বেশি করে শাকসবজি রাখারও নির্দেশ জারি করা হয়েছে৷ নবান্নের এক কর্তার কথায় ‘‘গ্রামীণ এলাকায় পড়ুয়াদের পুষ্টিতে যাতে কোনও খামতি না থাকে তাই মিড ডে মিলের মেনুকে আরও প্রোটিন যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সবটাই হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে৷’’ যা শুনে নিন্দুকেরা টেনে আনছেন হাঁটি হাঁটি পা পা করে দুয়ারে হাজির হওয়া পঞ্চায়েত ভোটের কথা৷ তাঁরা বলছেন, ভোটের ব্যথা, বড় ব্যথা! না চাইতেই কত কিছু হয়ে যায়!

আরও পড়ুন: খাস খবরের জের, টাকা ফেরৎ পেলেন প্রতারিত মমতা