পুজোর মুখে বিক্ষোভে ডেলিভারি বয়রা 

0
21
Delivery boy

কলকাতা : শীত, গ্রীষ্ম, বর্ষা বর্তমানের আধুনিক সমাজে মানুষ বিভিন্ন বিষয়ে নির্ভর করে থাকে ডেলিভারি বয়দের (Delivery Boy) প্রতি। তবে তাঁদের জীবনের যন্ত্রণা নিয়ে এই সমাজ কতটা ভাবে, তা নিয়ে গান লিখেছিলেন শিল্পী সৌমিক দাস। সেই গান জনপ্রিয়ও হয়েছিল সামাজিক মাধ্যমে, এরপরেও বাস্তবে ডেলিভারি বয়দের জীবন একেবারেই বদলায়নি, সেই ছবি শহরের বুকে উঠে এলো বুধবার তৃতীয়ার দিন।    

আরও পড়ুন : PFI-এর মতই নিষিদ্ধ করা হোক RSS-কে, কারণ উল্লেখ করে দাবি কংগ্রেসের

- Advertisement -

লেকাটাউনের শ্যাম লেক গার্ডেন সংলগ্ন এলাকায় অনলাইন সংস্থার ডেলিভারি বয়দের বিক্ষোভ। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় ঘটনাস্থলে লেক টাউন থানার পুলিশ। বিক্ষোভরত ডেলিভারি বয়দের সঙ্গে কথা বলে লেকটাউন থানার পুলিশ। অভিযোগ অনলাইন সংস্থা ডেলিভারি বয়দের সঙ্গে প্রতারণা করছে। তাদের পাওনা টাকা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে তাদের নিয়োগ করা হয়েছিল তা পালন করছে না সংস্থার প্রতিনিধিরা এমনটাই অভিযোগ বিক্ষোভকারীদের।

আরও পড়ুন : বড় ধাক্কা কংগ্রেসে, ‘নেতা নেই, দূরদৃষ্টি নেই’ বলে বিজেপিতে যোগ দিলেন হিমাচলের প্রবীণ কংগ্রেস নেতা

পুজোর মুখে ডেলিভারি বয়দের (Delivery Boy) বিক্ষোভ নিয়ে নেটিজেনরাও ডেলিভারি বয়দের পক্ষ নিয়েছেন। উৎসবের সময়ে সকলের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া থেকে অনলাইনে পুজোর শপিংয়ে কেনা জিনিসপত্র পৌঁছে দেওয়া সবেতেই সমাজবন্ধুর ভূমিকা নেন ডেলিভারি বয়রা।