নারদ কাণ্ডে নিজেকে ‘নির্দোষ’ দাবি করলেন ববি

0
86

কলকাতা: রাজ্যের তৃতীয়বার সরকার গঠন করেছে তৃণমূল কংগ্রেস। আর সেই সরকারের মন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নিয়েছেন ফিরহাদ হাকিম ওরফে ববি। আর তারপরেই নারদ কাণ্ড নিয়ে সাংবাদিকদের সামনে মুখ খুলেছেন তিনি। সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি সম্পূর্ণ নির্দোষ।

আরও পড়ুন- একরাতের জন্য বিয়ে করবেন পুরোহিতেরা, এটাই রীতি এই গ্রামের

- Advertisement -

২০১৬ সালের ভোটের মুখে প্রকাশ্যে আসে নারদ ভিডিও। সেই ভিডিও-তে রাজ্যের বহু গুরুত্বপূর্ণ নেতা-মন্ত্রীকে দেখা যায় ঘুষ হিসেবে টাকা নিতে। সেই তালিকায় নাম ছিল ফিরহাদ হাকিমের। যাদের অনেকে এখন দল ছেড়েছেন। যদিও এখনও তৃণমূলেই রয়েছেন ববি। সাত সকালে খালি গায়ে লুঙ্গি পরা অবস্থায় ঘুষের টাকা গ্রহণ করতে দেখা গিয়েছিল নারদের প্রকাশ করা ভিডিও-তে।

আরও পড়ুন- কয়লাপাচার কাণ্ডে চার্জশিট পেশের প্রস্তুতি সিবিআইয়ের,নাম থাকছে অনুপ মাজির

সেই কেলেঙ্কারি নিয়ে তদন্তের গতি ঝিমিয়ে পড়েছিল। অভিযোগ করা হয় যে রাজনৈতিক স্বার্থে ওই তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে বিজেপি। এই অবস্থায় ওই নারদ কেলেঙ্কারিতে জড়িত চার জনের বিরুদ্ধে চার্জশিটে সায় দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেই চারজন হলেন- ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়।

File Photo

শোভন ছাড়া সবাই এখনও তৃণমূলে রয়েছেন এবং বর্তমানে তাঁরা বিধায়ক। মদন মিত্র ছাড়া বাই দু’জন আবার মন্ত্রী। সোমবার মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে সাংবাদিকদের সামনে এই বিষয়ে মুখ খুলেছেন ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, “আমি বিচার ব্যবস্থায় বিশ্বাস করি। আমি নিশ্চিত যে আদালত আমাকে ক্লিন চিট দেবে। এখন বিষয়টি আদালতের অধীনে চলে গিয়েছে। এটা খুবই ভালো হয়েছে।”

আরও পড়ুন- কৃষক আন্দোলনকে সমর্থন করতে গিয়ে গণধর্ষণের শিকার বাংলায় যুবতী

সিবিআই সূত্রে খবর, শুক্রবার রাজ্যপালের কাছ থেকে চার্জশিট দেওয়ার (প্রসিকিউশন স্যাংশান) অনুমতি পাওয়ার ফলে তদন্তে গতি আসবে। দুর্নীতি দমন আইনের সাত নম্বর ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেক্ষেত্রে বিপাকে পড়তে পারেন শাসকদলের তিন শীর্ষনেতা।