KMC: পেনশন কাণ্ডে নয়া বিতর্কের জন্ম দিলেন ফিরহাদ, বললেন তদন্তের কথা

0
365

কলকাতা: আর্থিক সংকটের কারণে বৃহস্পতিবার পেনশন বন্ধ রাখার নোটিশ জারি করে কলকাতা পুরসভা। কিন্তু একদিন পেরোতে না পেরোতেই পেনশন কাণ্ডে এল নয়া বিতর্ক। পুরসভা নাকি এমন কোনও বিজ্ঞপ্তি জারি করেনি। শুক্রবার সাংবাদিক বৈঠকে এ কথা জানান খোদ পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এই নিয়েই শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।

শুক্রবার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, তিনি গতকালের নোটিশের কথা জানেনই না। বিনা অনুমতিতে ওই নোটিশ টাঙানো হয়েছে। এই ঘটনার তদন্ত করা হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। পুরসভার পুরকমিশনার বিনোদ কুমার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন।

- Advertisement -

তাহলে কি পেনশন বন্ধ হচ্ছে না? এর উত্তরে মেয়র জানিয়েছেন, পুরসভায় আর্থিক সংকট রয়েছে তবে কারোর পেনশন বন্ধ করা হবে না। পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা পেনশন পাবেন।

আর্থিক সংকটের বিষয়টি সত্যি। তাই আপাতত নতুন কোনও প্রকল্প চালু হচ্ছে না‌ বলেও জানিয়ে দিয়েছেন ফিরহাদ।

বৃহস্পতিবার পেনশন বন্ধের নোটিশের পর থেকেই উদ্বেগ দেখা দেয় পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যে। প্রায় ৯ মাসের বকেয়া রয়েছে। কবে টাকা পাওয়া যাবে তা নিয়েও ওঠে প্রশ্ন। মেয়র নিজেই জানিয়েছিলেন, সমস্যার সমাধান করে দ্রুত সকলের বকেয়া মেটানো হবে।

পেনশন কাণ্ডে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। বিজেপি আঙুল তুলেছে তৃণমূলের দিকেই। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য তৃণমূলকে নিশানা করে বলেন, ‘মেয়র আর্থিক সংকটের কথা স্বীকার করে নিয়েছেন। রাজ্যে আর্থিক সংকট কারা তৈরি করছেন? বিজেপির কেউ নোটিশ লাগায়নি। তৃণমূলের লোকই পুরসভায় নোটিশ লাগিয়েছে।’ বিরোধী দলের দাবি, কেবল কলকাতা পুরসভা নয় রাজ্যকে আর্থিক সংকটের দিকে নিয়ে যাচ্ছে শাসক দল। তবে এই বিষয়টিকে কেন্দ্র করে ফের এক নতুন সংঘাত দেখা যাবে বলে মনে করছে বিশিষ্ট মহল।