মন খারাপের সংবাদ: সুরক্ষার কথা মাথায় রেখে এবারেও হবে না কার্নিভাল

0
21

কলকাতা: দুর্গা পুজোর বাকি আর মাত্র কটা দিন। পুজোর সময় আনন্দে মাতবেন রাজ্যের মানুষ এটাই স্বাভাবিক। তবে করোনা এখনও যায়নি। সংক্রমণ যাতে না বৃদ্ধি পায় সেই কারণে আগে থেকেই রাজ্যের মানুষকে সতর্কতা বজায় রেখে আনন্দ করার নির্দেশ দেওয়া হয়েছিল। বাংলার মানুষের সুরক্ষার কথা মাথায় রেখেই পুজো কার্নিভাল না হওয়ার কথাই জানিয়ে দেওয়া হল নবান্নের পক্ষ থেকে। সেই সঙ্গে বাঙালির শ্রেষ্ঠ উৎসব কিভাবে হবে তাই নিয়েই ১১ দফা নির্দেশিকা জারি করা হয়েছে।

আজ দুর্গা পুজো নিয়ে গাইডলাইন প্রকাশ করা হয়েছে নবান্নের পক্ষ থেকে। একই সঙ্গে নির্দেশিকা দেওয়া হয়েহে রাজ্য সরকারের প্রকাশ করা গাইডলাইন রাজ্যের সকল পুজোমণ্ডপকেই মানতে হবে। করোনার বিস্তার যাতে ফের বৃদ্ধি না পায় সেই দিকে সকল পুজোকমিটিকে সজাগ দৃষ্টি রাখা কথা বলা হয়েছে। আগেই রাজ্য সকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল এবারেও পুজো মন্ডপের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। বাইরে থেকেই মা কে দর্শন করতে হবে সকলকে। নবান্নের জারি করা নিরদেশিকার মধ্যে যেগুলি রয়েছে সেগুলি হল…

- Advertisement -

* সমস্ত মণ্ডপের চারিদিক খোলা রাখতে হবে।
* প্রবেশ এবং প্রস্থানের পথ আলাদা করতে হবে।
* মণ্ডপে যথেষ্ট জায়গা রাখতে হবে যাতে শারীরিক দূরত্ব বজায় রাখা যায়।
* বাধ্যতামূলক মণ্ডপে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্কের ব্যবস্থা।
* পুজোমণ্ডপে ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক বাড়াতে হবে।
* পুষ্পাঞ্জলি ফুল নিজের বাড়ি থেকে আনতে হবে।
* অঞ্জলি, সিঁদুরখেলা বা দেবীবরণে অনুমতি দেওয়া হলেও দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। ভিড় জায়গা এড়িয়ে চলতে হবে
* দূর থেকে মন্ত্র শোনার জন্য মন্ত্রচ্চারণের সময় পুরোহিতদের মাইক্রোফোন ব্যবহার করতে হবে।
*বিচারকদের নিয়ে পুরস্কার প্রদানের কোনও অনুষ্ঠান যথাসম্ভব ছোট করতে হবে।
*বিসর্জনের জমক রাখা চলবে না, কোনও রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না।
* ভিড় নিয়ে বাড়তি সচেতনতা অবলম্বন করতে হবে।

মন খারাপ হলেও রাজ্য সরকারের জারি করা নির্দেশিকা সকলকেই মানতে হবে। সাবধানতা অবলম্বন করেই বছরের সেরা পুজো কাটানোর কথাই বলা হচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। তবে সুখবর এটাই যে, পুজোর দিনগুলিতে নাইট কার্ফু শিথিল থাকবেই বলেই জানিয়েছে রাজ্য সরকার।