‘ভাইপো’র পর কয়লাকাণ্ডে এবার শুভেন্দুর নিশানায় রাজ্যের সাত আইপিএস

0
133

সুমন বটব্যাল, কলকাতা: কয়লাকাণ্ডে ইতিমধ্যেই দফায় দফায় তদন্ত অভিযান চালাচ্ছে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টর বা (ইডি)৷ সেই কয়লাকাণ্ডকেই ফের খবরের শিরোনামে নিয়ে এলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী৷

আরও পড়ুন: মমতার সরকার নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

- Advertisement -

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামোল্লেখ না করে তাঁর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়লেন, ‘‘বলা হয়েছিল না কয়লা মানে সিআইএসএফ, কয়লা মানে ইসিএল৷ কয়লা নাকি কেন্দ্রীয় সরকারের বিষয়৷ তাহলে বাংলার সরকারের সাতজন আইপিএএস কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত হিসেবে ডাক পায় কেন? তাদের বড় বড় পদে বসিয়ে রেখেছেন কেন?’’ জবাবও দিয়েছেন নিজেই, ‘‘তদন্তের স্বার্থে তো সরিয়ে দেওয়া উচিত৷’’

আরও পড়ুন: চিকিৎসার গাফিলতিতে অষ্টাদশীর মৃত্যু, কাঠগড়ায় সরকারি হাসপাতাল

শুভেন্দুর কথায়, ‘‘বলতেও লজ্জা লাগে৷ এমন একটা সরকার, যারা সমস্ত ধরণের দুর্নীতিতে যুক্ত৷ সাত সাতটা আইপিএস কয়লাকণ্ডে নোটিস পায়৷ অথচ তাঁরা প্রত্যেকেই বড় বড় দায়িত্বে রয়েছেন৷’’ দাবি করেছেন, ‘‘এসএসকেএমে জওয়ানরা শুয়ে আছে কেন? কি অসুখ হয়েছে হেলত দফতর একটা বুলেটিন বের করুক৷’’ প্রশ্ন তুলেছেন, ‘‘তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্র ভানুয়াতিতে আছেন কেন?’’

আরও পড়ুন: নেতা, কর্মীদের অর্থে ষোলো আনা কর্পোরেট ধাঁচে গড়ে উঠছে তৃণমূল ভবন

প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটের সময় থেকেই কয়লাকাণ্ডে শাসক দল তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছিল বিজেপি৷ বিশেষত, কয়লা পাচার কাণ্ডে নাম জড়িয়েছিল স্বয়ং তৃণমূলের তৎকালীন যুবরাজ তথা বর্তমান সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম৷

ভোট প্রচারে শুভেন্দু থেকে মোদী বারেবারে অভিষেকের প্রসঙ্গ সামনে এনেছিলেন৷ তবে একটি বারের জন্যও তাঁরা অভিষেকের নামোচ্চারণ না করে কটাক্ষের সুরে বারে বারে তাকে ‘ভাইপো’ বলে অভিহিত করেছেন৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কয়লা পাচার কাণ্ডে ফের রাজ্যে তল্লাশি অভিযানে নামতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কড়া জেরার মুখে পড়তে হতে পারে রাজ্যের পদস্থ সাত আধিকারিককে৷ সম্ভবত সেই ইঙ্গিতই কৌশলে স্পষ্ট করেছেন শুভেন্দু৷ তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনুমান সত্যি হয় কি না, তার সদুত্তর মিলবে সময়েই৷