এভাবেও বিদ্যুৎ চুরি হয়, ছাত্রের মৃত্যুর পর নড়েচড়ে বসল পুর নিগম

0
25

কলকাতা: জলমগ্ন রাস্তায় ষষ্টশ্রেণির ছাত্রের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে প্রশাসনের নাকের ডগায় কিভাবে বিদ্যুৎ চুরি হয়৷ এবার সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নড়েচড়ে বসল কলকাতা পুর সংস্থার আলো ও বিদ্যুৎ বিভাগ। শহরের কোথায় কোথায় রাস্তার খুঁটিকে ব্যবহার করে বেআইনিভাবে বিদ্যুতের সংযোগ রয়েছে তা খতিয়ে দেখতে আসরে নামছেন পুরকর্মীরা৷ একই সঙ্গে কলকাতা পুর এলাকার ১৪৪টি ওয়ার্ডের কাউন্সিলরকেও এই বিষয়ে নিজেদের ওয়ার্ডের সম্পর্কে পুঙ্খানপুঙ্খ রিপোর্ট দাখিল করার নির্দেশ দিল পুর নিগম৷

কলকাতা পুর নিগমের আলো ও বিদ্যুৎ বিভাগের মেয়র পরিষদ সন্দীপ রঞ্জন বকসি বলেন, ‘‘হরিদেবপুরের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তাই আমরা এবার থেকে শহরের প্রতিটি ওয়ার্ডের বিদ্যুৎ ব্যবস্থা খতিয়ে দেখব৷ পুর কাউন্সিলররাও নজরদারি চালাবেন৷ অভিযানে নামছেন পুর কর্মচারীরাও৷ কোথাও এই ধরণের বেনিয়মের খবর থাকলে বাসিন্দারেও বলা হচ্ছে, আমাদের জানান৷ আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব৷’’

- Advertisement -

প্রসঙ্গত, প্রকাশ্যে আসা একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে রবিবার সন্ধ্যায় প্রবল বৃষ্টির পর জলমগ্ন রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল ষষ্ঠ শ্রেণির ছাত্র নিশীথ যাদব৷ জলমগ্ন রাস্তা দিতে যেতে যেতে একটি খুঁটিতে হাত লেগে যায় তার৷ এরপরই রাস্তায় ছিটকে পড়ে নিশীথ৷ পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ এই ঘটনার পরই কলকাতা পুরসভা ও সিইএসসির মধ্যে শুরু হয় দায় ঠেলাঠেলি৷ কলকাতা পুরসভা প্রথমেই জানিয়ে দেয়, ওই বাতিস্তম্ভ তাদের নয়৷ একই বক্তব্য সিইএসসির৷ তারা জানায়, হরিদেবপুরে গলির ভিতর ওভারহেড তার সহ তাদের কোনও বাতিস্তম্ভ নেই৷ ওই ঘটনারই তদন্তে নেমে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুর নিগম৷

পুর নিগম সূত্রের খবর, অনেক জায়গা বেআইনি ভাবে বিএসএনএল এর পোস্টে এই ধরনের বেআইনি বাতি লাগানো হয়। তার জন্য সমস্ত কাউন্সিলর এবং বোরো চেয়ারম্যানদের সেটা দেখতে বলা হয়েছে। শুধু তাই নয় অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অনেক রেস্টুরেন্ট এবং হোটেলের বাইরে এলইডি লাইট জ্বলছে। সেসমস্ত আলো খুলে দিতে বলা হয়েছে। প্রতিটি ওয়ার্ডেও এখন থেকে নজরদারি চলবে৷ কোথাও কোনও ধরণের গাফিলতি থাকলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে৷

আরও পড়ুন: অল্প বৃষ্টিতেই ভাসে এলাকা, বানভাসি তকমা কি সত্যিই ঘুচবে ঘাটালের

আরও পড়ুন:  তৃণমূলের কর্মীসভায় সিপিএমের ‘চর’! বর্ধমানে বিস্ফোরক মমতা