আমরা হিন্দু-মুসলমান নিয়ে ভাবি না, মানুষের ভোট নিয়ে ভাবি, মমতাকে কটাক্ষ অধীরের

0
42

পলাশ নস্কর, কলকাতা: দিল্লি থেকে শুক্রবার সন্ধ্যায় কলকাতায় ফিরলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ফিরেই কটাক্ষ ছুঁড়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী সাগরদিঘিতে পরাজয়ের পরও দাবি করেছেন মুসলিম ভোট শাসকদলের দিকে আছে। বিমানবন্দরে সাংবাদিকরা এ প্রসঙ্গ তুললে কটাক্ষ ছুঁড়ে দেন অধীর।

আরও পড়ুন: বাম আমলের নিয়োগ তালিকার শ্বেতপত্রে ব্রাত্য বসুর নাম থাকবে তো: সুজন

- Advertisement -

অধীরের কথায়, “উনি বলেছেন। তো আমার কি বলার আছে এখানে?” এরপরই যোগ করেন, “আমরা হিন্দু ভোট মুসলিম ভোট নিয়ে ভাবি না। মানুষের ভোট নিয়ে ভাবি।” এছাড়াও অধীর পাশে দাঁড়িয়েছেন শুক্রবারই শহরে পা দেওয়া সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের। দলের জাতীয় সন্মেলনে যোগ দিতে শহরে এসেছেন অখিলেশ।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

এসেই উস্কে দিয়েছেন বিরোধী জোটের জল্পনা। মোদী সরকারকে গদিচ্যুত করতে কলকাতায় দাঁড়িয়ে সকল বিরোধীকে এককাট্টা হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সে আহ্বানে সাড়া দিয়েছেন অধীর চৌধুরী।এদিন আগামী লোকসভা নির্বাচনে বিরোধী ঐক্যকে মজবুত করার ডাক দিয়েছেন অখিলেশ যাদব। তাঁর কথায়, “২০২৪ এর নির্বাচনে প্রধানমন্ত্রীর মুখের প্রয়োজন নেই। প্রয়োজন বিরোধী ঐক্যের।” সে প্রসঙ্গে অধীরের প্রতিক্রিয়া, “অখিলেশ ঠিক কথাই বলেছেন। বিজেপিকে সরানো দরকার।”