স্বাস্থ্য ভবনে হবু নার্সেরা, নিয়োগে বেনিয়মের অভিযোগে উত্তাল স্বাস্থ্য ভবন

0
97

পলাশ নস্কর, কলকাতা: শিক্ষার পর এবার রাজ্যের স্বাস্থ্যঙ্গনে নিয়োগ কেলেঙ্কারির অভিযোগ৷ যার জেরে সোমবার সকাল থেকে দিনভর দফায় দফায় উত্তপ্ত সল্টলেকের স্বাস্থ্য ভবন৷ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থী নার্সিং স্টাফরা৷

অভিযোগ, আন্দোলনকারীদের হঠাতে পুলিশ মারধরও করে৷ এমনকি কয়েকজন নার্সি পড়ুয়াকে পুলিশ আটকও করে৷ যার জেরে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে৷ ঘটনার প্রতিবাদে স্বাস্থ্য ভবনের সামনের রাস্তায় বসে অবরোধ বিক্ষোভ শুরু করেছেন নার্সিং পড়ুয়ারা৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকা ঘিরে রেখেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।

- Advertisement -

আন্দোলনকারীদের দাবি, তাঁরা প্রত্যেকেই ২০১৮, ২০১৯, ২০২০ সালের পাশ করা ছাত্রী এবং তারা প্রত্যেকেই এলিজিবল। মোট পাঁচহাজার জনের ইন্টারভিউ নেওয়া হলেও তাদের মধ্যে দু’হাজার জনের মতো চাকরি দেওয়া হয়েছে। এদের বাদ দিয়ে ২০২১ সালের পাস করা নার্সদের চাকরি দেওয়া হয়েছে। অথচ তার আগে ইন্টারভিউ পাস করার পরেও চাকরি দেওয়া হয়নি আগের ব্যাচের নার্সদের৷ ঘটনার প্রতিবাগে এদিন সকাল থেকে নার্সিং স্টাফ চাকরি প্রার্থীরা সল্টলেকে হেলথ রিকুউটমেন্ট বোর্ডের অফিসের সামনে বিক্ষোভে দেখাচ্ছে।

আন্দোলনকারীদের অভিযোগ, নিজেদের রাজ্যের পড়ুয়াদের ছেড়ে অন্য রাজ্যের পড়ুয়াদের গুরুত্ব দেওয়া হল কার স্বার্থে? এর পিছনে বড়সড় গোলমাল আছে বলেই দাবি তাঁদের৷ এমনকি ২০১৮-২০২১ সালের ব্যাচের মেয়েদের রেজিস্টেশনে নাম না থাকা সত্বেও তাঁদের নাম বেরোলো কিভাবে? আন্দোলনকারীদের বক্তব্য, এ তো শুধুমাত্র হিমশৈলের চূড়ামাত্র৷ সঠিকভাবে তদন্ত হলে আরও অনেক দুর্নীতি সামনে উঠে আসবে৷ যদিও এই বিষয়ে এখনও স্বাস্থ্য দফতরের কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি৷

আরও পড়ুন: রতনে রতন চেনে, অর্জুনের গড় সামলাবেন শুভেন্দু