সপ্তাহের শুরুতে কমল বা বাড়ল সোনার দাম, জেনে নিন আজ কলকাতায় কত…

0
94
Gold

খাস ডেস্ক: বিয়ের মরশুমে মধ্যবিত্তের স্বস্তি উড়িয়ে একটানা তিন-চার দিন ধরে বেড়েছিল সোনা-রূপোর দাম। কিন্তু ফের স্বস্তি ফিরেছিল মধ্যবিত্তের। যদিও আজ সোনা-রূপোর দামে কোনও পরিবর্তন হয়নি। যদিও এখনও নিম্নমুখী সোনা-রুপোর দাম। জেনে নিন আজকে কত দাম যাচ্ছে কলকাতায়…

প্রসঙ্গত, বর্তমানে সোনা, রুপোর দামে বিশ্বজুড়ে চরম অস্থিরতা চলছে। বিগত কয়েকদিন প্রতিদিনই বাড়ছে কমছে সোনা-রূপোর দাম। এর আগে প্রায় ৫৩ হাজারের গণ্ডি পেরিয়েছিল সোনা। যার জেরে ফের মধ্যবিত্তের চিন্তাও বেড়ে ছিল। আর দাম বাড়ার পাশাপাশি বেড়েছিল সোনা কেনার চাহিদাও।

- Advertisement -

আরও পড়ুন-জীবনসঙ্গীকে নিজের প্রেমে হাবুডুবু খাওয়াতে চান, জেনে নিন উপায়…

ভারতীয় বাজারে, ইতিমধ্যেই সোনা ও রুপোর দাম প্রকাশিত হয়েছে। আজ খুব পরিবর্তন আসেনি সোনা-রূপোর দামে। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৭,০৫০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫১,৩৩০ টাকা। তবে পাকা সোনার দাম ৫১ হাজার ছাড়িয়ে গিয়েছে। কলকাতার বাজারে ১ কেজি রূপোর আজকের দাম ৬২,০০০ টাকা।

উল্লেখ্য, বৈশাখ মাস পড়তেই সোনার দাম নিয়ে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। ফের সোনার দাম নিয়ে নাজেহাল অবস্থা ব্যাবসায়ীদের। তবে শুধু সোনা নয়, সোনার সঙ্গে পাল্লা দিয়ে দাম বেড়েই চলেছে রূপোর।