২০২২ এর ১৮ ডিসেম্বর কাপ জিতবেন মেসি, ভবিষ্যদ্বাণী করা হয়েছিল ৭ বছর আগেই

0
95

বিশ্বদীপ ব্যানার্জি: অবশেষে স্বপ্নপূরণ। অবশেষে বিশ্বজয়ী মেসি। কিন্তু জানেন কি, মেসি যে বিশ্বকাপ জিতবেন তা আজ নয়, বরং ৭ বছর আগেই বলে দিয়েছিলেন একজন। শুধু তা-ই নয়। কোন তারিখে কাপ মেসির হাতে উঠবে, তা-ও ভবিষ্যদ্বাণী করে দিয়েছিলেন তিনি। আর পুঙ্খানুপুঙ্খ তা মিলিয়ে দিলেন।

আরও পড়ুন: বিশ্বকাপ জিতেই সিদ্ধান্তে বদল, ১০০ গোল করা বাকি বলেই কি অবসর নিলেন না মেসি

- Advertisement -

২০১৫ সালে এই ভবিষ্যদ্বাণী করেছিলেন জোসে মিগুয়েল পোলাঙ্কো নামের জনৈক ব্যক্তি। আদতে যিনি একজন ভ্রমণপিপাসু ও স্প্যানিশ ফুটবলের অন্ধভক্ত। ২০১৫ সালের ২১ মার্চ তারিখে একটি টুইট করে তিনি বলেন, “২০২২ সালের ১৮ ডিসেম্বর ৩৪ বছর বয়সী লিওনেল মেসি বিশ্বকাপ জিতবেন আর সেইসঙ্গে সর্বকালের সেরা ফুটবলার হবেন। আপনারা মিলিয়ে নেবেন এ কথা।”

রবিবার আর্জেন্টিনা তথা লিও মেসি বিশ্বসেরা হতেই ভাইরাল হয়েছে সেই টুইট। নাঃ মেসি কাপ পাবেন— এই ভবিষ্যদ্বাণীতে কেউ আচম্বিত নন। সকলকে ভাবাচ্ছে, কী করে তারিখটাও মিলিয়ে দিলেন পোলাঙ্কো। সকলেই জানে, ফিফা বিশ্বকাপ সাধারণত জুন-জুলাই মাসে হয়। মরুদেশ কাতারে বিশ্বকাপ বলেই এবার সময়টা পিছিয়ে শীতকালে করে দেওয়া হয়। তাহলে কীভাবে দিনক্ষণ হুবহু মিলিয়ে দিতে পারলেন?

কারও কারও অবশ্য ধারণা, এ প্রযুক্তির কারিকুরি ছাড়া কিছুই নয়। টুইটারের মত প্লাটফর্মে অসংখ্য লুপ হোল থাকে। তার মাধ্যমে পোস্টের দিনক্ষণ ইচ্ছামত আগেপিছে করা যায়। এদিকে পুরাতন টুইটটিকে টেনে এদিনও একটি টুইট করেছেন জোসে মিগুয়েল পোলাঙ্কো। স্প্যানিশ ভাষায় তিনি লেখেন, “আমি তোমার প্রথম বিশ্বকাপেও ছিলাম আর শেষ বিশ্বকাপেও রয়েছি। তুমি দিয়েগোর মতই আকাশ ছুঁতে পেরেছ। আমার বাকি জীবনের জন্য এই স্মৃতি রসদ হয়ে যাবে। ধন্যবাদ আর্জেন্টিনা। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন।”