আমাকে নিয়ে অন্তত ১০০ খবর হয়েছে, যার মধ্যে পাঁচটি মাত্র সত্য: রোনাল্ডো 

0
29
cristiano-ronaldos-main-intention-behind-return-to-training-is-to-inform-manchester-uniteds-leaders-of-his-decision-to-leave

শান্তি রায়চৌধুরী : গত মৌসুম শেষে গুঞ্জন ওঠে ম্যান ইউ ছাড়তে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নতুন মরসুম শুরুর পর এখন শোনা যাচ্ছে ম্যান ইউ তাকে ছেড়ে দিতে পারে। ওল্ড ট্রাফোডে নিজের ভবিষ্যৎ নিয়ে একের পর এক বিভ্রান্তিকর খবরের জন্য সংবাদ মাধ্যমের ওপর বেজায় চটেছেন এই মহা তারকা। রোনাল্ডোর দাবি তাকে নিয়ে প্রকাশিত এইসব খবরই অসত্য। সেই মিথ্যের তালিকা ও তৈরি করে ফেলেছেন তিনি। শীঘ্রই সত্য প্রকাশ করবেন রোনাল্ডো।

আরও পড়ুন :এটিকে মোহনবাগানকে সরিয়ে এই ক্লাব খেলবে এএফসি কাপ ইন্টার জোনাল সেমি ফাইনাল

- Advertisement -

ইনস্টাগ্রামে একটি ‘ফ্যাশন পেজ’ থেকে সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে রোনাল্ডোকে দলে টানতে আগ্রহী অ্যাথলেটিকো মাদ্রিদ। সেই পোস্ট নাকি লাইক দিয়েছেন রোনাল্ডো। এই পোস্টের জবাবেই সংবাদ মাধ্যমের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন রোনাল্ডো,’সংবাদ মাধ্যম আমাকে নিয়ে মিথ্যা বলছে। সপ্তা দুয়েকের মধ্যে তারা সত্যটা জানাবে, যখন সাক্ষাৎকার প্রকাশ হবে। আমার একটা নোটবুক আছে। গত কয়েক মাসে আমাকে নিয়ে অন্তত ১০০ খবর হয়েছে যার মধ্যে মাত্র পাঁচটি সত্য।’