“কাজটা ঠিক হয়নি”, বিশ্বকাপ জেতার দেড় মাস পর অনুশোচনায় ভুগছেন মেসি

0
102
fifa-world-cup-2022-lionel-messi-sends-his-signed-jersey-for-india

বিশ্বদীপ ব্যানার্জি: বিশ্বকাপ জিতেছেন ৪৩ দিন অতিক্রান্ত। এবারে অনুশোচনা হচ্ছে লিও মেসির। তাঁর মতে, নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যে আচরণ তিনি করছিলেন তা একেবারেই ছিল না। ফলে এখন অনুতপ্ত তিনি।

আরও পড়ুন: নজিরবিহীন শাস্তি, রেফারিকে ঘুঁষি মেরে ৩০ বছরের জন্য নির্বাসিত ফ্রান্সের ফুটবলার

- Advertisement -

উল্লেখ্য, ডাচদের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করার পর দু কানে হাত দিয়ে এক বিশেষ সেলিব্রেশন করতে দেখা যায় এম এল টেনকে। নেদারল্যান্ডসের কোচ লুই ফান হালের উদ্দেশ্যে এই সেলিব্রেশন করেছিলেন তিনি। এছাড়া ডাচ কোচের উদ্দেশ্যে কিছু বলতেও শোনা যায় মেসিকে। বুয়েনস আয়ার্সের এক বেতার কেন্দ্রকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে নিজের অনুশোচনা প্রকাশ করেছেন লিও।

যদিও তিনি মনে করেন, খেলার মাঠে না চাইতেও এ ধরণের ঘটনা ঘটে যায়। আর কাউকে ইচ্ছাকৃত অসম্মান করার জন্য কিছু করেননি তিনি। বলেন, “খেলার মাঠে এসব ঘটে যেতেই পারে। তখন প্রতি মুহূর্তে উত্তেজনা। কিন্তু আমার সতর্ক থাকা অবশ্যই উচিত ছিল।”

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

কাতার বিশ্বকাপের আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল ইতিহাসের অন্যতম কলঙ্কিত খেলা হয়ে থেকে যাবে। গোটা ম্যাচে মোট ১৮ বার কার্ড দেখান স্প্যানিশ রেফারি অ্যান্তোনিও মাতেউ লাহোজ। বিশ্বকাপের ইতিহাসে যা সর্বোচ্চ। মেসিও কার্ড দেখেন। গোটা ম্যাচটিই কার্যত ঘটনাবহুল। ম্যাচ শেষে যখন ম্যাচের সেরা মেসির সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল, পাশ দিয়ে যাচ্ছিলেন ডাচ তারকা উইঘোর্স্ট। সাক্ষাৎকার থামিয়ে মেসি তখন চিৎকার করে বলেন, “এ দিকে কী দেখছ, নির্বোধ? সরে যাও এখান থেকে।”