
বিশ্বদীপ ব্যানার্জি: আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন লিওনেল মেসি। সেইসঙ্গে নিজেরও। মেসির মত কিংবদন্তি বিশ্বকাপ ছাড়াই কেরিয়ার শেষ করবেন, এ যেন স্বয়ং ফুটবল ঈশ্বর মেনে নিতে পারতেন না। তাই নিজের শেষ বিশ্বকাপে শিকে ঝরেছে এল এম টেনের কপালে।
আরও পড়ুন: মাত্র ১৭ মিনিটেই তুলে নিলেন কনস্টান্টাইন, রাগে জার্সি ছুঁড়ে ফেললেন লাল-হলুদ ফুটবলার
কিন্তু সত্যিই কি কাতার বিশ্বকাপ-ই নীল-সাদা জার্সিতে মেসির শেষ বিশ্বকাপ? বিশ্বকাপ শুরু হওয়ার আগে মেসি বারবার বলেছেন, এটি-ই তাঁর শেষ বিশ্বকাপ। এমনকি লুসাইল স্টেডিয়ামে ফাইনাল খেলতে নামার আগেও তিনি জানিয়েছিলেন, এটি-ই তাঁর জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। কিন্তু এখন সম্পূর্ণ উল্টো কথা শোনা যাচ্ছে।
বিশ্বকাপ জেতার পরই মেসি বলেছিলেন, নাঃ এখনই অবসরের কথা তিনি ভাবছেন না। অন্ততঃ আরও কিছুদিন আলবিসেলেস্তেদের প্রতিনিধিত্ব করতে চান। যদিও সে সময় এল এম টেনের কথা শুনে এটা মনে হয়নি, তিনি আরও একটি বিশ্বকাপ খেলতে পারেন। তেমন কোনও ইঙ্গিত দেননি তিনি। কিন্তু সম্প্রতি পাওয়া যাচ্ছে সে ইঙ্গিত।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর বয়স ৩৫। অর্থাৎ ২০২৬ সালে আমেরিকা আর মেক্সিকোয় আয়োজিত হতে চলা বিশ্বকাপের সময় তাঁর বয়স হবে ৩৯। তখন তিনি বিশ্বকাপ খেলবেন কিনা, সে কথা এখনই বলা সম্ভব নয়। তবে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই খেলতে চান বলে জানাচ্ছেন লিও। তাঁর কথায়, “২০২৬ সাল আসতে দেরি আছে। কাজেই, পরবর্তী বিশ্বকাপ খেলতে পারব কিনা সেটা নির্ভর করবে আমার কেরিয়ার কোন পথে এগোবে। তবে এ মুহূর্তে ভাল ছন্দে আছি। খেলাটা উপভোগ করছি। আর এভাবেই খেলে যেতে চাই।”