চোট সারিয়ে বিশ্বকাপে মাঠে নামতে মরিয়া ফরাসি তারকা পোগবা

0
22

২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পোগবা। ফরাসি ব্রিগেড এবার কাতারে খেতাব ধরে রাখার লড়াইয়ে নামবে। পোগবার আশা তার আগে ম্যাচফিট হয়ে উঠবেন তিনি।

পোগবাকে ট্রেনিংয়ে দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেসচ্যাম্পও। কারণ চোটের জন্য এনগোলো কান্তে বিশ্বকাপ থেকে অনিশ্চিত হয়ে পড়েছেন।

- Advertisement -

আরও পড়ুন: “সৌরভের অপসারণ বিশ্বের ক্রীড়াজগতে লজ্জাজনক ঘটনা”, ফের সরব মুখ্যমন্ত্রী

পোগবার ফিট হয়ে ওঠায় মাঝমাঠ আর অনেকবেশি শক্তিশালী হবে বলে আশা ফরাসি কোচের। পোগবাও ৯০ মিনিট খেলার জন্য ফিট হয়ে উঠতে মরিয়া।

ইটালির ক্লাব জুভেন্তাসে এই বছর ফরাসি ফুটবল তারকা পল পোগবা যোগ দিয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে বহু বছর খেলার পর জুভেন্তাসের হয়ে খেলবেন তিনি। কিন্তু চোটের কারণে তাকে জুভেন্তাসের অনুশীলনে দেখা যায়নি।

মরসুম শুরুর আগেই হাঁটুতে চোটের জন্য অস্ত্রোপচার করেছিলেন পোগবা। তিনি তারপর বিশ্রামেই ছিলেন। শেষমেশ তাকে চোট সারিয়ে ট্রেনিংয়ে দেখা গেল।

এই মুহূর্তে তিনি ইটালির ক্লাবের মাঠে অনুশীলন করছেন। ইটালির লিগ সিরি আ লীগের মরসুমে শুরু থেকেই ছন্দে নেই জুভেন্তাস।

এই মুহূর্তে তারা অষ্টম স্থানে রয়েছে। ১০টি ম্যাচে মাত্র ৪টি ম্যাচে জয় অর্জন করতে পেরেছে তারা। গত কয়েক বছরের তুলনায় যা যথেষ্ট খারাপ। পোগবার অন্তর্ভুক্তিতে তাই ভাল ফলের আশায় রয়েছে ইটালির ওই ক্লাব।

ফুটবল বিশ্বকাপে ২০১৪ এবং ২০১৮ সালে ফ্রান্সের মাঝমাঠে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেছিলেন পোগবা। ২০১৮ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। ২০১৬ সালে ফ্রান্স ইউরোর ফাইনালে উঠেছিল। যদিও ফাইনালে হেরে যায় পর্তুগালের কাছে।