বিশ্বকাপে ছোট দলকে অবজ্ঞা করলেই বিপদ, বলছেন এই ফরাসি তারকা

0
47
french-superstar-ousmane-dembele-says-there-is-danger-in-underestimating-any-teams-in-the-world-cup

শান্তি রায়চৌধুরী: এবারের বিশ্বকাপে যেন অঘটন লেগেই রয়েছে। একেবারে শুরু থেকেই দেখা যাচ্ছে অঘটন। তাই আসরের নামই হয়ে গেছে ‘অঘটনের বিশ্বকাপ’। আর্জেন্টিনা হেরে গেল দুর্বল সৌদি আরবের কাছে। জার্মানিও তাই। অপেক্ষা কিছু অনেক দুর্বল জাপানের কাছে। রানার্স আপ ক্রোয়েশিয়া খেলা অমীমাংসিত রাখল মরক্কোর সঙ্গে। ডার্ক হর্স ডেনমার্ক ড্র করলো অনেক দুর্বল দল তিউনিসিয়ার সঙ্গে। আপাতত বিশ্বকাপ শুরুর চার দিনেই দেখা যাচ্ছে শক্তি-সামর্থ্যে কিংবা র‍্যাংকিংয়ে অনেক পিছিয়ে থাকা দলগুলো হারিয়ে দিচ্ছে ফেভারিট দলগুলোকে না হয় রুখে দিচ্ছে। তাই এই বিশ্বকাপে কাউকে ছোট করে দেখার সুযোগ নেই বলে মনে করেন ফরাসি তারকা উসমান দেম্বেলে।

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা জয় দিয়ে শুরু করলেও প্রথমে কিন্তু পিছিয়ে পড়েছিলাম অস্ট্রেলিয়ার কাছে। এটা ভালো লক্ষণ নয়।’ তাই সামনে ডেনমার্ক ম্যাচের আগে সবাইকে সতর্ক করে দিয়ে দেম্বেলে বলেছেন, ‘আধুনিক ফুটবলে ছোট দল বলে কিছু নেই। নিজেদের খেলার গতি কমিয়ে দিলেই বিপদে পড়তে হবে। এখন সবাই টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি অনেক কাজ করে। আমরা দেখেছি, সৌদি আরব টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে কতটা অবিশ্বাস্য ছিল। ডেনমার্কের বিপক্ষেও আমরা এটা দেখেছি।’

- Advertisement -

আরও পড়ুন: আজ ফেভারিট ইংল্যান্ডের সামনে যুক্তরাষ্ট্র

এবারের উয়েফা নেশনস লিগে দুইবার ডেনমার্কের কাছে হেরেছে ফ্রান্স! তাই বিশ্বকাপ ম্যাচ নিয়ে তারা খুব সতর্ক। ফরাসি ডিফেন্ডার দায়দ উপেমেকানোও বলেছেন, ‘আমরা আমাদের প্রথম জয়ের ভাবনায় বুঁদ হয়ে নেই, এরই মধ্যে ডেনমার্ক ম্যাচে দৃষ্টি দিয়েছি। এই প্রতিযোগিতায় ভালো শুরু করা খুবই গুরুত্বপূর্ণ। এখন ডেনমার্ক আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা জানি, তারা দুর্দান্ত দল। আমরা সম্প্রতি তাদের বিপক্ষে ভুগেছি। তাই তাদের বিরুদ্ধে খেলতে নামার আগে আমাদের সতর্ক থাকতেই হবে।’