আমি লজ্জিত, এমবাপ্পেকে বলেছিলেন মার্টিনেজ

0
61

বিশ্বদীপ ব্যানার্জি: ৩৬ বছর পর তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গত ১৮ ডিসেম্বর মেসি-মার্টিনেজরা হারিয়েছেন ফ্রান্সকে। এদিকে প্রায় তিন মাস পর উঠে আসছে এক নয়া তথ্য। ফাইনালের পর ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে’কে ফিসফিস করে কিছু একটা বলেছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক। এতদিন তিনি জানালেন ঠিক কী বলেছিলেন তিনি।

আরও পড়ুন: পরের মরশুমের জন্য ফুটবলারদের তালিকা প্রস্তুত, ইমামিকে চিঠি ইস্টবেঙ্গলের

- Advertisement -

বিশ্বকাপ জয়ের পর এমবাপ্পেকে নিয়ে ঠাট্টা করতে দেখা গিয়েছে মার্টিনেজকে। সতীর্থদের ১ মিনিট নীরবতা পালন করতে বলেছিলেন ফরাসি তারকার জন্য। এরপর দেশে ফিরে এমবাপ্পের মুখ বসানো একটি পুতুল দেখা গিয়েছিল ডিবু’র হাতে। এ বিষয়টি নিয়েও কম বিতর্ক হয়নি।

তবে এবারে মার্টিনেজ একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমি পুতুলটা মাত্র দুবার ধরেছিলাম। তারপর ফেলে দিই।” এরই সঙ্গে যোগ করেছেন, “ফাইনালে আমাকে চারবার পরাস্ত করেছিল এমবাপ্পে। ওকে নিয়ে আমি কীভাবে মজা করব? আমি ওকে সম্মান করি।”

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

এরপরই এমি মার্টিনেজ জানান, ফাইনালের পর ঠিক কী বলেছিলেন তিনি এমবাপ্পে’র কানে কানে। ডিবু’র কথায়, “আমি ওকে বলেছিলাম, মাথা উঁচু করে মাঠ ছাড়তে। ও যা খেলেছিল তাতে ওর নিজের প্রতি গর্ববোধ করা উচিত ছিল। উল্টে আমারই লজ্জিত হওয়া উচিত ছিল। ও আমাকে চারবার পরাস্ত করে সেদিন। সে কথাই বলছিলাম বারবার।”