East Bengal হাঁটবে সবুজ-মেরুনের পথেই, জোট শেখ রাসেল ক্রীড়াচক্রের সঙ্গে

0
83

স্পোর্টস ডেস্ক: এ যেন হুবহু একই স্ক্রিপ্ট। ATK -এর সঙ্গে একইভাবে মিশে গিয়েছিল ভারতের সবথেকে ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগান। ঠিক একইভাবে কী ওপার বাংলার দল শেখ রাসেল ক্রীড়াচক্রের সঙ্গে এক হয়ে যেতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal)? জল্পনা উস্কে দিলেন খোদ ক্লাবের কর্মকর্তারা-ই।

খাস খবর অ্যাপের লিঙ্ক:
https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

- Advertisement -

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

বুধবার-ই বাংলাদেশে গিয়ে শেখ রাসেল ক্রীড়াচক্রের কর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেরেছেন লাল-হলুদের (East Bengal) ৪ সদস্যের সফরকারী একটি দল। যার মধ্যে ছিলেন শীর্ষ আধিকারিক দেবব্রত সরকার, সহ সচিব রূপক সাহা প্রমুখরা। জানা যাচ্ছে, প্রাথমিক কিছু প্রস্তাবে রাজি-ও হয়ে গিয়েছেন শেখ রাসেলের সভাপতি সায়েম সোবহান আনভির।

ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal) শ্রী সিমেন্টের হাত ধরে ISL -এর মঞ্চে পা রেখেছিল। কিন্তু পরিস্থিতি পুরোটাই পাল্টে গিয়েছে। শ্রী সিমেন্ট কেবল ইনভেস্টর হিসেবে নয়। গোটা ক্লাবের-ই দায়িত্ব নিতে চেয়েছিল। এতেই নড়েচড়ে বসেন কর্মকর্তারা। ক্লাবের অধিকার হাত থেকে চলে যেতে পারে, এই ভয়ে সই করতে রাজি হননি তাঁরা। নেমে পড়েন নয়া ইনভেস্টর খুঁজতে। এরপরই বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের সঙ্গে কথা শুরু।

আরও পড়ুন: ক্রিকেট মাঠেই রচিত হয়েছিল বিখ্যাত “বন্দে মাতরম গানের” প্রেক্ষাপট

তবে ATK -এর সঙ্গে যেভাবে মোহনবাগান মিশে গিয়েছিল। একইভাবে শেখ রাসেল ক্রীড়াচক্রের সঙ্গে এক হয়ে যাচ্ছে না ইস্টবেঙ্গল (East Bengal)। বরং ক্লাবের তরফে জানান হচ্ছে, এশিয়া ফুটবল উন্নয়ন, সেইসঙ্গে দুই বাংলায় ফুটবলকে আবার তুলে ধরার লক্ষ্যে যৌথভাবে কাজ করবে দুই ক্লাব। নতুন প্রতিভা তুলে আনাই হবে মুখ্য উদ্দেশ্য। অন্যদিকে ঢাকা থেকে দেবব্রত সরকার জানান, “শেখ রাসেল ক্রীড়াচক্রের সঙ্গে প্রাথমিক কিছু কথা হয়েছে। তবে এই আলোচনা সবে শুরু। আরও কয়েক ধাপ বাকি রয়েছে।” বলেন, “সেগুলি ঠিকঠাক উতরে গেলেই তবেই বলতে পারব যে ভাল খবর অপেক্ষা করে রয়েছে।”