মোহনবাগানের আগে থেকে কি সরছে এটিকে? এল চাঞ্চল্যকর আপডেট

0
112
is atk really moving out from mohun bagan

সব্যসাচী ঘোষ: গত তিন বছর ধরে মোহনবাগানের নামের আগে থেকে এটিকে শব্দবন্ধনীটি রয়েই গিয়েছে। আর এই নিয়ে ক্ষোভ-অভিমান থেকে গিয়েছে মোহনবাগান সমর্থকরা। সাম্প্রতিক সময়ে এটিকে সরানোর বার্তা এসেছে খোদ মোহনবাগান শীর্ষকর্তাদের মুখ থেকে, কিন্তু উদ্যোগ তো এখনও নেওয়া হয়নি।

আরও পড়ুন: আইলিগে বাংলার এই দলের বিরুদ্ধে খেলতে হবে ইস্টবেঙ্গলকে, জানুন তারিখ

- Advertisement -

এই নিয়ে এবার বড় আপডেট দিলেন মোহনবাগানের সহ-সভাপতি কুনাল ঘোষ। মঙ্গলবার মোহনবাগানের ক্রীড়া পাঠাগার উদ্বোধনের দিনে সমর্থকদের জন্য বড় সুখবর দিলেন কুনাল ঘোষ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুনাল ঘোষ বলেছেন, “আমরা সমর্থকদের আবেগের কথা জানি। মোহনবাগানের নামের আগে ATK শব্দটি আমাদের জন্যও বেদনাদায়ক। কিন্তু এটাও ঠিক যে এটিকে না থাকলে আমাদের সেসময় আইএসএল খেলা হত না। তবে এটা যে পরিবর্তন করা দরকার, সেই বার্তাটা আমরা একাধিকবার পেয়েছি। আমি আপনাদের একটা বিষয় জানিয়ে দিতে চাই, নীতিগতভাবে বিষয়টা একটা জায়গায় পৌঁছেছে। ঠিক সময়মতো সেটা ঘোষণা করে দেওয়া হবে।”

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

এর আগে একাধিকবার মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছিলেন, এটিকে সরানো নিয়ে কর্মসমিতির তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্টকে। হয়ত তারই বড় আপডেট দিয়ে বসলেন মোহনবাগান সহ-সভাপতি।