বিশ্বকাপের নকআউটে পৌঁছতে জোচ্চুরি করেছিল অস্ট্রেলিয়া, মিলল পাকা প্রমাণ

0
108

বিশ্বদীপ ব্যানার্জি: আর্জেন্টিনার কাছে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। কিন্তু সেই রাউন্ড অব সিক্সটিনে পৌঁছতে চুরি করেছিল ক্যাঙ্গারুর দেশ। এমনটাই অভিযোগ উঠছে সম্প্রতি। নাঃ শুধু অভিযোগ নয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও মারফত কার্যত প্রমাণিত হয়ে গিয়েছে সেই চুরি।

আরও পড়ুন: সৌদির মাস্টার প্ল্যান, ২০৩০ বিশ্বকাপেও থাকছেন Messi-Ronaldo

- Advertisement -

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযোগ, প্রতিপক্ষের পরিকল্পনা চুরি করেছে তারা। যা স্পষ্ট ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে। ঘটনাটি ঘটেছে গত ৩০ নভেম্বর ডেনমার্কের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার শেষ গ্রুপ লিগের ম্যাচে। ৭০ মিনিট পর্যন্ত ১ গোলে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। যদি বাকি সময়ে ২টি গোল করে ম্যাচটি জিতত ডেনমার্ক, তবে শেষ ষোলোয় তারাই পৌঁছে যেত। মূলতঃ সেই উদ্দেশ্যেই একটি চিককুটে নিজেদের পরিকল্পনা ডেনমার্কের অধিনায়ক এরিকসেনকে লিখে পাঠান কোচ।

কিন্তু দুর্ভাগ্যবশতঃ সেই চিরকুট এরিকসেন পড়ামাত্রই মাটিতে ফেলে দেন। তখন অস্ট্রেলিয়ার এক ফুটবলার সেই চিরকুট তুলে নিয়ে তাঁদের কোচের হাতে দেন। ফলে, ডেনমার্কের পরিকল্পনা সঙ্গে সঙ্গে ধরে ফেলেন অস্ট্রেলিয় কোচ। একজন বাড়তি ডিফেন্ডারকে নামিয়ে ৫-৪-১ ফরমেশনে চলে যায় তারা। যা ডেনমার্কের জয়ের রাস্তা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

গোটা ঘটনাই ধরা পড়ে ক্যামেরায়। আর এই মুহূর্তে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ভিডিও কার্যত প্রমাণ করে দিচ্ছে অস্ট্রেলিয়ার জোচ্চুরি। যা স্বাভাবিকভাবেই ভাল চোখে দেখছে না মানুষ। ক্রিকেটে বরাবরই জোচ্চুরি করে এসেছে অস্ট্রেলিয়া। এবারে ফুটবল মাঠেও শুরু হল। এমনটাই দাবি নেটাগরিকদের।