
বিনোদন ডেস্ক: বলিউডে ডেবিউ করতে চলেছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া হাসান। ঢালিউড-টলিউডের পর এবার বলিউড যাত্রা জয়ার। খবর সামনে আসতেই উচ্ছ্বাসিত ভক্তরা। বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় মুক্তি পাবে ছবি। ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি আর সঞ্জনা সাংভি’কে।
জানা গিয়েছে, মুম্বই ও কলকাতায় ছবির শ্যুটিং হবে। ইতিমধ্যে মুম্বইয়ে ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছে অভিনেত্রীকে। জয়া হাসান জানিয়েছেন, “অনিরুদ্ধ রায়চৌধুরী এবং পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে বহুদিন ধরেই কাজ করার ইচ্ছা ছিল তাঁর। প্রস্তাব পেয়েই সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছি। আমি বরাবরই চাইতাম দু’জনের সঙ্গে কাজ করতে। সেটা আমার প্রথম হিন্দি সিনেমাতেই হয়ে গেলো, আমি খুব উচ্ছ্বাসিত।”
সম্ভবত ছবির নাম করক সিং। ছবিতে বাবা-মেয়ের ভূমিকায় দেখা দেখা সঞ্জনা-পঙ্কজ’কে। আর্থিক কেলেঙ্কারি জনিত কোনো ঘটনা দেখানও হতে পারে। আপাতত কাজের দিক থেকে, Dhak Dhak ছবির কাজে ব্যস্ত ‘দিল বেচারা’ ছবির নায়িকা। অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিরও বেশ কিছু কাজের কথাবার্তা চলছে। অভিনেতা বেশ কিছুদিন আগে সৃজিত মুখোপাধ্যায়ের ‘শেরদিল’ ছবিতে দেখা গিয়েছিল। এই নিয়ে তৃতীয়বার বাঙালি পরিচালকের সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেতা।