সুপ্রিম কোর্টের রায় পাওয়া সত্ত্বেও রাজ্যের কোনও হলে চলছে না The Kerala Story

0
48

বিনোদন ডেস্ক: বাংলায় চালানও হবে না ‘দ্য কেরালা স্টোরি’ , বঙ্গে সুদীপ্ত সেনের এই ছবি নিষিদ্ধ করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঠিক বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন ছবি নির্মাতারা। অবশেষে বৃহস্পতিবার ছবি প্রদর্শনের নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ দেয় সুপ্রিমকোর্ট। কিন্তু সুপ্রিম কোর্টের রায় পাওয়া সত্ত্বেও রাজ্যের কোনও হলে চলছে না The Kerala Story। কলকাতায় এসে হতাশ হলেন পরিচালক।

সাংবাদিক বৈঠক উপলক্ষে এদিন ভোরবেলা মুম্বই থেকে কলকাতায় আসেন পরিচালক সুদীপ্ত সেন ও অভিনেত্রী আদা শর্মা। কিন্তু এখানে এসে হতাশ হন, সাংবাদিক বৈঠকে তাঁর কণ্ঠে ঝরে পড়ল খেদ। তিনি বলেন, “আমি আর আদা রাজনীতিবিদ নই। আমরা অন্যকিছু জানি না । নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরও কেন কোনও হলে দেখানো হচ্ছে না ছবিটি, দেখে হতাশ হলাম।”

- Advertisement -

সম্প্রতি বক্স অফিস কালেকশনের দিক থেকে সলমন খানের কিসি কা ভাই কিসি কি জান (Kisi Ka Bhai Kisi ki Jaan) ছবির থেকে এগিয়ে আদা শর্মার এই ছবি।