Rai Debalina Dey : ফের আত্মহত্যার চেষ্টা টলিউড অভিনেত্রীর

0
236

বিনোদন ডেস্ক : পল্লবী-বিদিশা-র পর ফের আত্মহত্যার চেষ্টা বিনোদন জগতে। মধ্যরাতে রাতে ফেসবুকে লিখে আত্মহত্যার পথে পা বাড়ালেন টলিউড অভিনেত্রী রাই দেবলীনা দে । তবে বিপদ ঘটার আগেই পরিচিতদের ও পুলিশের তৎপরতায় শেষ রক্ষা হয়েছে, বলে খবর। আপাতত দক্ষিন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।

আরও পড়ুন : একটা ভুলেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল Jug Jugg Jeeyo

গত শুক্রবার গভীর রাতে ফেসবুকে পোস্ট করে অভিনেত্রী লেখেন, “I did a lot of struggles to survive.. My family is the only responsible for everything… Now I want peace, Good bye”। সঙ্গে সঙ্গে ফোন সুইচ অফ করে দেন তিনি। পোস্ট থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে বাড়ির লোক, তাঁকে না পেয়ে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। এরপর পূর্ব যাদবপুর থানার পুলিশ অভিনেত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন।

আরও পড়ুন :লাগাম ছাড়া সাফল্যের পর প্রযোজকের থেকে বহুমূল্যের উপহার পেলেন Kartik Aaryan

আপাতত দক্ষিন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন টলিউড অভিনেত্রী। সংবাদ মাধ্যম সুত্রে খবর, প্রচুর পরিমানে ঘুমের ওষুধ খেয়েছিলেন তিনি। তবে কি কারণে আত্মহত্যার মতো পথ বেছে নেওয়ার কথা ভেবেছেন তিনি তা জানা যায়নি।