রাম নামের বদলে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মুখে দিদির নাম

0
629

অর্পিতা দাস: বিধানসভা ভোটের ফল প্রকাশের কিছুদিন আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে নানান বিরূপ মন্তব্য করেছেন পরাজিত বিজেপি প্রার্থী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অথচ বাংলায় তৃণমূল আসার পর সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই শুভেচ্ছা জানিয়ে এবার নেট নাগরিকদের চরম কটাক্ষের মুখে শ্রাবন্তী।

বিজেপিতে যোগদান করার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ‘পিসির উন্নয়ন’ ‘পিসি ভাইপো পলিটিক্স’ এইধরনের নানান মন্তব্য করেছেন বিজেপি প্রার্থী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কিন্তু সোনার বাংলা গড়তে না পারার পর‌ই এই সোনার মেয়ের গলায় যেন অন্যরকম সুর।

- Advertisement -

পিসি থেকে সরাসরি দিদি হয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর শুধু তাই নয় যে পিসি ভাইপোকে নিয়ে কিছুদিন আগেই কটাক্ষ করেছেন শ্রাবন্তী, সোশ্যাল মিডিয়ায় সেই পিসি ভাইপো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন পরাজিত বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

রাতারাতি এই ভোলবদল দেখে শ্রাবন্তীর ওপর চটেছেন একাধিক মানুষ। অনেকেই শ্রাবন্তীকে কটাক্ষ করে লিখেছেন, ‘মমতাকে শুভেচ্ছা জানাতে পারছেন অথচ নিজের দলের প্রার্থীরা যে নিহত হলেন তাঁদের নিয়ে কিছুই লেখার সময় নেই’।

 

আবার কেউ লিখেছেন, ‘যেই হেরে গেছেন ওমনি দিদি দিদি শুরু করেছেন শ্রাবন্তী’। তাঁর রাজনৈতিক মতাদর্শ নিয়ে মন্তব্য করতে গিয়ে ব্যক্তিগত জীবনকেও টেনে এনেছেন অনেকে। পরাজিত বিজেপি প্রার্থী অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় তাঁর পরাজয় নিয়ে লিখলেও সঙ্গে ভোট পরবর্তী এই দলাদলি হিংসা-বিদ্বেষ নিয়েও লিখেছেন।

কিন্তু শ্রাবন্তী চট্টোপাধ্যায় তাঁর নিজের দল বিজেপি প্রার্থীদের নিয়ে কিছু না লিখে বরং মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন- তাই শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দলবদল নিয়ে ইতিমধ্যেই ভাবতে শুরু করেছেন অনেকে।