Pallavi Dey Death : তদন্তে নয়া মোড়, প্রেমিক সাগ্নিককে রাতভোর জেরার পর উঠে এল বিশেষ তথ্য

0
226

বিনোদন ডেস্ক : না ফেরার দেশে পাড়ি ‘আমি সিরাজের বেগম’ খ্যাত টলি অভিনেত্রী পল্লবী দে। গত রবিবার গড়ফার বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ। খবরটা প্রকাশ্যে আসতেই সাড়া পরে গিয়েছে নেট দুনিয়ায়। ময়না তদন্তের রিপোর্ট আত্মহত্যা বলে দাবি করলেও অভিনেত্রীর বাবা-মা তা মানতে নারাজ।গড়ফার থানায় মেয়ের লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ নায়িকার পরিবারের। মেয়ের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সাগ্নিক। টাকার জন্যই তাঁকে খুন করেছেন বলে দাবি পল্লবীর বাবার।

আরও পড়ুন : ‘আমাকে একটু সময় দিন’, প্রিয় বান্ধবীর রহস্য মৃত্যু থেকে সড়ে এলেন Pratyusha Paul

- Advertisement -

আপাতত পুলিশের কড়া নজরে সাগ্নিক চক্রবর্তী। গতকাল রাতভোর জেরা করা হয় তাঁকে, এদিন উপস্থিত ছিলেন পুলিশের ডেপুটি অতুল ভি। কি কি প্রশ্ন করা হয় সাগ্নিককে ? কেন বিবাহিত থাকা সত্ত্বেও পল্লবীর সঙ্গে লিভ ইন-এ ছিলেন তিনি? তাঁর আয়ের উৎস কী? যৌথ সম্পত্তি কিনতে পল্লবী ঠিক কত টাকা দিয়েছিল তাঁকে ? এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ তথ্যও জানতে চায় পুলিশ।

আরও পড়ুন : Pallabi Dey death update : খুন নাকি আত্মহত্যা , প্রকাশ্যে ময়না তদন্তের রিপোর্ট

পুলিশ সূত্রে খবর পল্লবী-সাগ্নিক দুজন মিলে তাঁদের বেশ যৌথ সম্পত্তি কেনে। তাঁর খতিয়ান দিতে হবে সাগ্নিক কে । এসবের মাঝে নাম উঠে আসে তৃতীয় ব্যক্তি ঐন্দ্রিলার মুখোপাধ্যায়ের নাম। অভিনেত্রীর পরিবারের দাবি ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্ক ছিল সাগ্নিকের তা নিয়ে বেশ ঝামেলা হত তাঁদের মধ্যে। একবার নাকি নায়িকার ফ্ল্যাটেও রাত কাটিয়ে ছিলেন তিনি। এসবের মধ্যে আদেও তাঁর ভূমিকা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনও পর্যন্ত পুলিশি জেরার মুখে পড়তে হয়নি ঐন্দ্রিলাকে।