‘আমি এখনও বড় তারকা, টিআরপি ভেরি হাই, কেউ চেষ্টা করলেও নষ্ট করতে পারবে না’

0
62
mithun chakrabarty

খাস ডেস্ক: “মিঠুনদার ফ্লপ অভিনয় করে, ওই জায়গায় যদি পরাণ বন্দ্যোপাধ্যায় থাকতেন, তাহলে ফাটাফাটি হয়ে যেত।” এবার ‘প্রজাপতি’ বিতর্কে কুণালের এই মন্তব্যের পাল্টা জবাব দিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (mithun chakrabarty)। উত্তরে মহাগুরু mithun chakrabarty বললেন, “আমি এখনও বড় তারকা, আমার টিআরপি ভেরি হাই। কেউ হাজার চেষ্টা করলেও সেটাকে নষ্ট করতে পারবে না। তাই বৃথা চেষ্টা করবেন না।”

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ:  https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

গতকাল অর্থাৎ, সোমবার ছিল প্রজাপতির ২৫ দিনের সেলিব্রেশন। বিগত ২৫ দিন ধরে রমরমিয়ে চলছে ‘প্রজাপতি’। দর্শকদের মনে ঘর করছে দেব মিঠুন (mithun chakrabarty) অভিনীত এই ছবি। এদিন এই ছবির সাফল্যের অনুষ্ঠানে এসে একের পর এক বোমা ফাটালেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। (mithun chakrabarty) তিনি বলেন, “এই প্রথম আমরা সবাই মিলে একটা ফ্লপ ফিল্মকে সেলিব্রেট করতে এখানে এসেছি। এটা এতটাই ফ্লপ হয়েছে যে এর আওয়াজ এরপর অস্কারে শুনতে পাবেন। আর রইল আমার কথা, আমি এখনও বড় তারকা। যদি আমি চাই এখনও ৩৬৫ দিন কাজ করতে পারি। আমার টিআরপি ভেরি হাই। আর প্রজাপতি এত বড় টিআরপি করে দিল।”

উল্লেখ্য, দেবের ‘প্রজাপতি’ সিনেমা ঘিরে বিতর্ক ঘিরে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। একের পর এক মন্তব্যের জেরে শোরগোল ছড়িয়ে পড়ছে রাজনৈতিক মহলে। এবার ফের সেই ‘প্রজাপতি’ সিনেমা ঘিরে তুঙ্গে পৌঁছাল বিতর্ক। এর আগে নাম না করে কলকাতা বিমানবন্দরে কুণাল ঘোষকে ‘এলিতেলি গঙ্গারাম’ বলে কটাক্ষ করেছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী (mithun chakrabarty)। আর সেই মন্তব্যের পাল্টা উত্তর ও দিয়েছিলেন তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

আরও পড়ুন-এই বিশেষ প্রাণীর অত্যাচারে জেরবার পুরীর জগন্নাথ মন্দির, মূর্তি নষ্ট হওয়ার আশঙ্কা

এবার সেই সমস্ত বিতর্কিত মন্তব্যের পাল্টা বোমা ফাটিয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (mithun chakrabarty)। এদিন কুণালকে কটাক্ষ করে মিঠুন বলেন, “নাম নিয়ে কথা বলবেন না। আমি নাম নিয়ে রাজনীতি করি না। আমি এসব ফালতু সময় নষ্ট করতে চাই না। তবে একটা কথা বলি, গঙ্গারাম ভেবেছিল দেবকে ভয় দেখানো যাবে। কারণ উনি তো এখন ওই পার্টির শেষ কথা। তবে দেব ভয় পায়নি। দেব উত্তর দিয়েছে অভিনেতা হিসাবে।”

প্রসঙ্গত, রাজনৈতিক ভাবে বিপরীত মেরুর বাসিন্দা দুই অভিনেতা দেব ও মিঠুন (Mithun Chakraborty)। একজন ঘাসফুল, আর অন্যজন গেরুয়া শিবির। তবে রাজনৈতিক ভাবে দুই মেরু হলেও তাঁদের শৈল্পিক কাজের ক্ষেত্রে কখনই কোনও বাধা আনেনি, এমনটাই আগেই জানিয়েছিলেন দুই অভিনেতা। তার ফলেই বাংলায় পঞ্চায়েত নির্বাচনের আগেই যখন রাজনীতির পারদ ঊর্ধ্বমুখী, তখনই দেব-মিঠুন (Mithun Chakraborty) অভিনীত ছবি ‘প্রজাপতি’ মুক্তি পেয়েছে রাজ্যে। যদিও বাকি সব জায়গা থেকেই এই ছবি ‘প্রজাপতি’ এখনও পর্যন্ত ভাল সাড়া মিলেছে। কিন্তু মাল্টিপ্লেক্সের তুলনায় নন্দনে টিকিটের দাম অনেকটা কম হওয়ায় বেশিরভাগ লোকজনই সেখানেই ছোটেন সিনেমা দেখতে। তবে এইবার ঐতিহ্যের নন্দনেই কেন জায়গা পেল না বাংলা এই ছবিটি, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor