মিঠাই অপু ও গুনগুনের জব্বর লড়াই

0
60

অর্পিতা দাস: অবশেষে আবার হাজির ফল প্রকাশের দিন। মিঠাই, অপু, গুনগুন, যমুনা এবং শ্রীময়ীর মধ্যে প্রতিযোগিতা জমজমাট। কে কাকে টেক্কা দিল দেখে নিন এবার।

বৃহস্পতিবার মানেই টেলিপাড়ায় ফল প্রকাশের দিন। টিআরপি তালিকায় প্রথম স্থানে কে এবং নিজের স্থান হারিয়ে পিছিয়ে গেল কে? এই প্রশ্ন থাকে সকলের মনে। তবে প্রত্যেক সপ্তাহের মতো নির্দ্বিধায় ১১.৫ পেয়ে সকলকে টেক্কা দিয়ে প্রথম স্থানে জি বাংলার মোদক পরিবার অর্থাৎ মিঠাই। ৯.৬ পেয়ে দ্বিতীয় স্থানে জি বাংলার অপরাজিতা অপু।

তবে আগের থেকে অনেকটা এগিয়ে ৭.৯ পেয়ে তৃতীয় স্থানে স্টার জলসার খড়কুটো। গীটার বাজানো নিয়ে বহু ট্রোলিং হলেও ৭.৮ পেয়ে চতুর্থস্থানে জি বাংলার যমুনা ঢাকি। তবে এবার সকলকে অবাক করে দিয়ে ৭.৪ পেয়ে প্রথম পাঁচে অর্থাৎ পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার শ্রীময়ী। ৭ পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে স্টার জলসার মহাপীঠ তারাপীঠ। ৬.৯ পেয়ে সপ্তম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক, জি বাংলার কৃষ্ণকলি এবং স্টার জলসার গঙ্গারাম।

৬.৬ পেয়ে অষ্টম স্থানে জি বাংলার জীবন সাথী। আবারো অনেকটা পিছিয়ে ৬.৫ পেয়ে নবম স্থানে রয়েছে জি বাংলার রানী রাসমণি। ৬.৪ পেয়ে দশম স্থানে স্টার জলসার বরন। এই সপ্তাহে টিআরপি তালিকায় আগের থেকে অনেকটা এগিয়ে গেছে শ্রীময়ী এবং খানিকটা পিছিয়ে গেছে যমুনা ঢাকি কৃষ্ণকলি রানী রাসমনির মত ধারাবাহিক।

- Advertisement -