প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফলাফল, ৯৭.৬৯ শতাংশ ছাত্রছাত্রী উত্তীর্ণ

0
70

কলকাতা: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। করোনার কারণে এবারে মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়নি। গাণিতিক ভাবেই প্রকাশ করা হয়েছে ফলাফল। তবে মাধ্যমিকের মতো সকল পরীক্ষার্থী উত্তীর্ণ হয়নি।

এবারের পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৫০০-এর মধ্যে ৪৯৯। অনেকে নয় একক ভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছ মুর্শিদাবাদের একজন মুসলিম ছাত্রী। এবার পাশের হার দাঁড়িয়েছে ৯৭.৬৯ শতাংশ। কম সংখ্যক পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। ৮৬ জন রয়েছেন প্রথম দশে জনের মধ্যে। wbresults.nic.in, www.exametc.com, www.results.siksha, www.westbengal.shiksha, www.indiaresults.com এবং www.jagranjosh.com ওয়েবসাইটে ছাত্রছাত্রীরা ফলাফল দেখতে পাবে।

- Advertisement -

বিশেষ পর্যবেক্ষণ সহকারে মূল্যায়ন করে এই ফল প্রকাশ বলে জানান পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। আগামীকাল রাজ্যের ৫১টি ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিতরণ হবে। এই বছর করোনা আবহে পরীক্ষা না হওয়ায় মেধা তালিকা প্রকাশ হচ্ছে না। মোট ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন পরীক্ষা দিয়েছিলেন। পাশ করেছেন ৭ লক্ষ ৯৯ হাজার ৮৮ জন। মোট পাশের হার ৯৭.৬৯% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ছেলেদের পাশের হার এবং মেয়েদের পাশের হার ৯৭.৭০%। ৬০ শতাংশ অর্থাৎ ফার্স্ট ডিভিশন পেয়েছেন ৩ লক্ষ ১৯ হাজার ৬২৭ জন।

আজ ওয়েবসাইট বিকেল ৪টে থেকে ছাত্রছাত্রীরা এসএমএস অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন। আগামীকাল অর্থাৎ ২৩ জুলাই সকাল ১১টার পর স্কুলে থেকে দেওয়া হবে মার্কশিট এমনটাই জানিয়েছে উচ্চমধ্যমিক শিক্ষা সংসদ সার্টিফিকেটের সঙ্গে অ্যাডমিট কার্ডও দেওয়া হবে পড়ুয়াদের। মূল্যায়ন-বিধি অনুসারে, উচ্চমাধ্যমিকের মার্কশিট তৈরি হবে মাধ্যমিক, একাদশের বার্ষিক এবং দ্বাদশের প্রাক্টিক্যাল বা প্রজেক্টের নম্বরের ভিত্তিতে। যদি কোন পরীক্ষার্থী নম্বরে সন্তুষ্ট না হয়, তাহলে পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষায় বসার সুযোগ মিলবে তাঁদের।