অর্পিতা দাস: মোদক পরিবার ছেড়ে অন্য পরিবারে হাজির রুদ্র নীপা ও ধারা। নতুন পরিবারে কি করছে তারা?
মোদক পরিবারের প্রত্যেক সদস্যই দর্শকদের খুব প্রিয় এবং কাছের, তবে এই পরিবারের সদস্য না হয়েও সকলের খুব ভালোবাসার দুজন মানুষ রুদ্র এবং ধারা। রুদ্র, ধারা এবং নীপাকে নিয়ে দর্শকেরা প্রথমদিকে যেরকম ভেবেছিলেন তাদের মধ্যে সম্পর্কটা একেবারেই তেমন নয়। ত্রিকোণ প্রেম ভাবলেও কখনোই তা দেখা যায়নি তিনজনের মধ্যে।
তবে মোদক পরিবার ছেড়ে এই তিন সদস্য এবার অন্য এক পরিবারে, কিন্তু তা মাত্র একদিনের জন্যই। রুদ্র, ধারা এবং নীপাকে মিঠাই ধারাবাহিকের বাইরে একদম অন্যভাবে দেখতে চলেছেন দর্শকেরা। বলা ভালো, ফাহিম অর্কযা এবং ঐন্দ্রিলাকে দেখবেন দর্শকেরা, কারণ এই তিনজন এবার দাদাগিরির প্রতিযোগী হয়ে লড়াই জমিয়ে দেবেন সেখানে। দাদার গুগলির উত্তর দিয়ে জি বাংলার পর্দায় দাদাগিরি জমিয়ে দিতে চলেছে কে, সেটাই এখন দেখার।
এই এপিসোড দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শকেরা। কারণ দাদাগিরিতে যাওয়া মানেই এই প্রিয় তিনজন মানুষের সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পারবেন তাদের অনুরাগীরা। রুদ্রর জন্য নীপার ভালোবাসা এবং রুদ্র ও নীপাকে নিয়ে ধারার মজা সবকিছুই খুব উপভোগ করেন দর্শকেরা। আবার এই তিনজনের সঙ্গে থাকতে চলেছে শ্রী এর ইন্দ্রদা, তাই সব মিলিয়ে খেলা জমজমাট। তবে কে আসলে দাদাগিরি দেখাবে মঞ্চে, সেটা জানার জন্য জি বাংলা দাদাগিরি স্পেশাল এপিসোড অবশ্যই দেখতে হবে সকলকে।