অভিনেতার সঙ্গে মনোমালিন্যর জেরেই মন খারাপ অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীর

0
462

বিনোদন ডেস্ক: মন খারাপ অভিনেত্রী তারকা সাংসদ মিমি চক্রবর্তীর। কিন্তু কী এমন হল যে তিনি চোখে জল ধরে রাখতে পারলেন না? তবে এই ঘটনা বাস্তবের নয়। ঘটনাটি রূপোলি পর্দার। চলতি বছরের দুর্গাপুজোয় আসতে চলেছে মিমির নতুন ছবি। বিপরীতে রয়েছেন জিৎ।

গ্ৰাসরুট এন্টারটেইনমেন্ট প্রযোজিত পরিচালক অংশুমান প্রত্যুষ‌ পরিচালিত ছবি ‘বাজি’ দিয়েই বাজিমাত করতে আসছেন জিৎ-মিমি জুটি। এই ছবির অন্য একটি গান পাঁচ মাস আগেই মুক্তি পেয়েছে। এই ছবির অপর একটি গানও সদ্য মুক্তি পেয়েছে। “তোর ভুল ভাঙাবো কী করে বল ” – গানটি গেয়েছেন জুবিন নটিয়াল। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জিৎ গাঙ্গুলী। গান লিখেছেন প্রাঞ্জল।

- Advertisement -

নতুন গানে সুন্দর লং ড্রেসে পর্দা কাঁপাচ্ছেন মিমি। তবে মূলত এটি একটি দুঃখের গান। শুটিং লোকেশনও যে বেশ মনোরম তারও প্রমাণ মিলছে।

আরও পড়ুন: দর্শকদের উদ্দেশ্যে জনপ্রিয় অভিনেত্রীর বার্তা ‘মনে রেখো না’

প্রসঙ্গত, জিৎকে এখন দেখা যাচ্ছে জনপ্রিয় এক নাচের অনুষ্ঠানে বিচারকের ভূমিকায়। তবে আপাতত  অন্যান্য ছবির শুটিংয়ে ব্যস্ত মিমি চক্রবর্তী। সম্প্রতি দর্শকদের সামনে এসেছে মিমির আসন্ন ছবি ‘মিনি’র ফার্স্ট লুক।