মেধা তালিকা থেকে কেন হারিয়ে যাচ্ছে রামকৃষ্ণ মিশন, খোলামেলা জানালেন মহারাজ

0
268

সুদেষ্ণা মণ্ডল , দক্ষিণ ২৪ পরগনা: মেধা তালিকায় কলকাতাকে টপকে জয় জয়কার জেলার৷ একইভাবে বলা যেতে পারে, ক্রমাগত মেধা তালিকা থেকে হারিয়ে যাচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। তাহলে কি মিশনের পড়াশোনার মানে ঘাটতি তৈরি হচ্ছে৷ এই বিষয়েই বলতে গিয়ে আদতে রাজ্যের শিক্ষা পরিকাঠামোর পদ্ধতি ও মানকেই বড়সড় প্রশ্ন চিহ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী ইস্টেশানন্দজী।

বর্তমান পরীক্ষা পদ্ধতি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী ইস্টেশানন্দজী বলেন, ‘‘আমাদের ছেলেরা সৎ উপায়ে পরীক্ষা দিয়েছে। পুরানো পদ্ধতিতে পরীক্ষা দিলে মূল্যায়ন হবে৷’’ তাহলে কি অন্যস্কুলের পড়ুয়ারা অসৎ উপায়ে পরীক্ষা দিয়েছে? কোনও জবাব দেননি স্বামী ইস্টেশানন্দজী৷ তবে তাঁর ওই প্রতিক্রিয়ার জেরে এই প্রশ্নের যথেষ্ট অবকাশ রয়েছে বলেই মনে করা হচ্ছে৷

- Advertisement -

বস্তুত, চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় প্রথম ১০ ঠাঁয় পেয়েছে ২৭২ জন পড়ুয়া৷ এর মধ্যে রামকৃষ্ণ মিশনের মাত্র তিনজন মেধা তালিকায় স্থান পেয়েছে। এরা হলেন- অর্চিশমান মান্না (সপ্তম), মনোময় কবিরাজ (অষ্টম), পৃর্থীব সেন (নবম)। সূত্রের খবর, ২০১৫ সালে মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় থেকে জায়গা পেয়েছিল ২৩ জন। ২০২০ সালে মেধা তালিকায় জায়গা পায় ১৮ জন। এবার মাত্র তিনজন। উল্লেখ্য এবছরেই হোম সেন্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। সেকারণেই পরীক্ষা ব্যবস্থা নিয়ে ঘুরিয়ে প্রশ্ন তুলেছেন মহারাজ- অভিমত ওয়াকিবহাল মহলের৷

আরও পড়ুন: পরিচারিকার নামে ফ্ল্যাট, কেষ্টার দেহরক্ষীর সম্পত্তি দেখে চোখ ছানাবড়া গোয়েন্দাদের