সময়ের অপেক্ষা, উচ্চ মাধ্যমিকে এগিয়ে থাকবে কোন জেলা

0
100
Hs Exam

কলকাতা: পরীক্ষার ৪৪ দিনের মাথায়, আজ প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল।  উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বেলা ১১ টায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল ঘোষণা করবেন। এরপর দুপুর ১২ টা থেকে সংশ্লিষ্ট ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারবে। মাধ্যমিকে যেভাবে জেলার জয়জয়কার হয়েছিল, উচ্চ মাধ্যমিকেও কি তাই হবে? জানতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে খাস খবরের।

আরও পড়ুনঃ রাজ্যসভা নির্বাচনে ঘোড়া কেনাবেচা আটকাতে ইন্টারনেট বন্ধ করল সরকার 

- Advertisement -

নির্দিষ্ট কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা ৷ ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল যে ওয়েবসাইটে দেখা যাবে সেগুলি হল-

www.wbchse.nic.in
www.wbresults.nic.in
www.indiaresults.com
www.exametc.com
www.results.siksha.com

এছাড়া, যে মোবাইল অ্যাপের মাধ্যমে ফলাফল দেখা যাবে, সেটি হল, WBCHSE Results 2022। এসএমএস-এর মাধ্যমে উচ্চমাধ্যমিকের ফলাফল জানতে হলে রোল নম্বর লিখে এসএমএস (SMS WB12 space <Roll Number> to 56070, SMS WB12 space <Roll Number> to 567650) করতে হবে ৷ ওয়েবসাইটেও রোল নম্বর দিয়েই ফলাফল দেখতে হবে ৷

এই বছর প্রথমবার পরীক্ষার্থীরা নিজেদের স্কুলে বসেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দেয়। চলতি বছরের ২ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চলে পরীক্ষা। এবার মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ৯৯৮ মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৫ হাজার ৬৬ জন। এই বছর ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি ছিল উচ্চমাধ্যমিক পরীক্ষায়।