দেরি কেন মাস্টারমশাই, জানতে চাওয়ায় উড়ে এল ঘুসি

0
54

সিউড়ি: তিনি মাস্টারমশাই৷ ছাত্র গড়ার কারিগর৷ নিজের সেই তুঘলকি কাণ্ড কারখানার জেরেই স্কুলে ছাত্র পড়াতে এসে শ্রীঘরে যেতে হল মাস্টারমশাইযকে৷ ঘটনাটি বীরভূমের সিউড়ি থানার অজয়পুর উচ্চ বিদ্যালয়ের৷ স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সহ শিক্ষক দেবাশিস খাগকে গ্রেফতার করেছে পুলিশ৷ শুক্রবার ওই অভিযুক্ত-সহ শিক্ষককে সিউড়ি আদালতে তোলা হলে চারদিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ঘটনার জেরে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ আতঙ্কে স্কুলের অন্যান্য শিক্ষক থেকে পড়ুয়ারা, এমনকি তাদের অভিভাবকেরাও৷

স্কুল সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলের ভূগোলের শিক্ষক দেবাশিস খাগ। বৃহস্পতিবার দেবাশিস স্কুলে পৌছাতে দেরি করেছিলেন। যার জন্য স্কুলের হাজিরা খাতায় সই করতে বাধা দেন প্রধান শিক্ষক। সেই নিয়ে তাদের মধ্যে শুরু হয় বচসা। অভিযোগ এরপরই দেবাশিসবাবু স্কুলের প্রধান শিক্ষককে মারধর করেন। সেই সময় স্কুলের এক ক্লার্ক অভিজিৎ ভাণ্ডারি বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ।

- Advertisement -

গুরুতর আহত অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে অভিজিৎবাবুকে ভর্তি করা হয়। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে দেবাশিসকে গ্রেফতার করে পুলিশ৷ হাসপাতালের বেডে শুয়ে অভিজিৎবাবু বলেন, “আমাকে নাকে ঘুসি মারে প্রথমে। তারপরেই মাটিতে ফেলে লাথি মারা হয়। প্রচণ্ড রক্তপাত হয়েছে। উনি কিছুদিন যাবৎ এই ধরণের আচরন করছেন৷’’ প্রধান শিক্ষক আশিস গঁড়াই বলেন, ‘‘ওই শিক্ষক কিছুদিন ধরেই স্কুলে বিশৃঙখলা ছড়ানোর চেষ্টা করছেন।’’ অভিযুক্ত শিক্ষকের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ তবে ঘটনার জেরে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ আতঙ্কে স্কুলের অন্যান্য শিক্ষক থেকে পড়ুয়ারা, এমনকি তাদের অভিভাবকেরাও৷

আরও পড়ুন: দু’ টাকার কয়েন খেয়ে মৃত্যুর সঞ্জে পাঞ্জা লড়ছে সাত বছরের শিশুকন্যা