সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন ঘোষণা

0
236

নয়াদিল্লি: সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন অবশেষে ঘোষণা করা হল৷ শুক্রবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন ঘোষণা করেন৷ জানান, আগামী ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে পরীক্ষাগুলি নিতে হবে৷

কিছুদিন আগে রমেশ পোখরিয়াল জানিয়েছিলেন, খুব তাড়াতাড়ি সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন ঘোষণা করা হবে৷ সেই কথা রাখলেন তিনি৷ মন্ত্রীর ঘোষণার পরই সিবিএসই-র ওয়েবসাইটেও পরীক্ষার দিনগুলি জানিয়ে দেওয়া হয়েছে৷

- Advertisement -

দশম ও দ্বাদশ শ্রেণির কয়েকটি বিষয়ের পরীক্ষা বাকি আছে৷ করোনা মহামারীর কারণে পরীক্ষাগুলি স্থগিত রাখা হয়৷ মাঝে জল্পনা ছড়ায় পরীক্ষা না দিয়েই বাকি বিষয়গুলিতে পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়া হবে৷ কিন্তু বোর্ড সেই জল্পনা উড়িয়ে দিয়ে জানায়, বাকি থাকা বিষয়গুলিতে পড়ুয়াদের পরীক্ষা দিতেই হবে৷

ভারতে করোনা গ্রাফ এখনও উর্ধ্বমুখী৷ তবে অনুমান জুনের মধ্যে করোনা গ্রাফ নীচের দিকে যেতে শুরু করবে৷ করোনা মহামারীর প্রকোপ কমলেও পড়ুয়াদের মাস্ক পরে এবং সামাজিক দুরত্ব বজায় রেখেই পরীক্ষা হলে আসতে হবে৷

এদিকে পরীক্ষার দিন ঘোষণা হলেও কলেজগুলি ভরতির প্রক্রিয়া নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ সাধারণত কলেজগুলিতে জুন-জুলাই থেকে শিক্ষাবর্ষ শুরু হয়৷